বাণিজ্যিক বিজ্ঞাপন

নতুন ৪ থানা অনুমোদন, নাম পরিবর্তন হচ্ছে নারী ও শিশু মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বাণিজ্যিক বিজ্ঞাপন

দেশের প্রশাসনিক কাঠামোতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় আজ নতুন চারটি থানা স্থাপনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে জনআকাঙ্ক্ষা ও আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’।

মঙ্গলবার (২০ জানুয়ারি, ২০২৬) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নিকারের ১১৯তম সভা অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের আমলে এটিই নিকারের প্রথম বৈঠক। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

যেখানে হচ্ছে নতুন ৪ থানা: প্রশাসনিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন যে চারটি থানা অনুমোদিত হয়েছে সেগুলো হলো— গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজার জেলার মাতারবাড়ী। এছাড়া নরসিংদী জেলার বিশাল আয়তনের রায়পুরা থানাকে ভেঙে নতুন আরও একটি থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

মন্ত্রণালয়ের নামে পরিবর্তন: দীর্ঘদিন ধরে চলে আসা ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ নামটি পরিবর্তন করে এখন থেকে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বাংলা নামে পরিবর্তন এলেও মন্ত্রণালয়টির ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ অপরিবর্তিত থাকবে।

স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ে বড় সংস্কার: বিগত সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ নামে দুটি আলাদা বিভাগে ভাগ করা হয়েছিল। নিকারের সভায় বিভাগ দুটিকে পুনরায় একীভূত করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে, অর্থনৈতিক গতিশীলতা ও স্বচ্ছতা ফেরাতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘রাজস্ব নীতি বিভাগ’‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে স্বতন্ত্র দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় অধ্যাদেশও জারি করা হয়েছে।

সাতক্ষীরা এখন ‘এ’ শ্রেণির জেলা: ভৌগোলিক গুরুত্ব, পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনার কথা বিবেচনা করে সাতক্ষীরা জেলাকে ‘বি’ শ্রেণি থেকে ‘এ’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। এছাড়া সভায় ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও গৃহীত হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রিসভার উপদেষ্টা মণ্ডলী, মন্ত্রিপরিষদ সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ১৪ জন জ্যেষ্ঠ সচিব।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button