“চাঁদা নেব না, নিতেও দেব না”: মিরপুরে নির্বাচনী প্রচারণায় শফিকুর রহমানের হুঙ্কার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

“আমরা দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না। ইনসাফ এখন থেকে আর টাকার বিনিময়ে বিক্রি হবে না”—রাজধানীর মিরপুরে এক বিশাল জনসভায় এভাবেই নিজের ও দলের রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে মিরপুর-১০ এর আদর্শ স্কুল মাঠে আয়োজিত এই জনসভার মাধ্যমেই ঢাকা-১৫ আসনে জামায়াতের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হয়।
চাঁদাবাজি ও ‘বেসরকারি ট্যাক্স’ নিয়ে কড়া বার্তা
বক্তব্যের শুরুতেই শফিকুর রহমান দেশের প্রচলিত চাঁদাবাজি সংস্কৃতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ভিক্ষুক পর্যন্ত আজ ‘বেসরকারি ট্যাক্স’ বা চাঁদাবাজির শিকার। রাস্তায় গাড়ি থামিয়ে ‘রাজনৈতিক ইজারা’র নামে যে টাকা তোলা হয়, তা বন্ধ করার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমরা পরিষ্কার বলে দিচ্ছি—চাঁদা আমরা নিজেরাও নেব না, কাউকে নিতেও দেব না।”
বিএনপি ও ফ্যামিলি কার্ড প্রসঙ্গ
নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে অন্য দলগুলোর দেওয়া ‘ফ্যামিলি কার্ড’ বা নগদ অর্থ সহায়তার সমালোচনা করেন জামায়াত আমির। বিএনপির নাম সরাসরি না নিলেও তাদের প্রস্তাবিত কার্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “২০০০ টাকা দিয়ে একটি পরিবারের সমস্যার সমাধান সম্ভব নয়। তদুপরি, এই টাকার ওপরও আবার ভাগ বসানোর পায়তারা চলে। খাজনা দিতে দিতে সাধারণ মানুষের হাতে আর কিছু থাকে না।” তিনি আরও যোগ করেন, জনগণের ট্যাক্সের টাকা কোনো কাল্পনিক চরিত্রের হাতে নয়, বরং সরাসরি জনগণের কল্যাণে ব্যয় হওয়া উচিত।
বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
শফিকুর রহমান একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের চিত্র তুলে ধরেন, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে। তিনি বলেন, “আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যা হবে শিশুর, তরুণ-তরুণীর, শ্রমিকের এবং কৃষকের। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই মিলেমিশে এক ইনসাফ ভিত্তিক সমাজ উপভোগ করবে।”
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত জনতাকে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং মিরপুরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।







