গোপনীয়তা ভেঙে সামনে এল শিল্পীদের নাম: শাহবাগে মাদুর পেতে এনসিপির থিম সং উন্মোচন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচারণায় নতুন সুর নিয়ে এল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক ঘরোয়া ও শৈল্পিক আয়োজনে নিজেদের দলীয় থিম সং উন্মোচন করেছে দলটি। গানটির কণ্ঠশিল্পীদের পরিচয় নিয়ে শুরুতে কিছুটা গোপনীয়তা বজায় রাখা হলেও পরে জানা গেছে, দেশের জনপ্রিয় ব্যান্ডের শীর্ষস্থানীয় শিল্পীরাই এই গানে প্রাণ দিয়েছেন।
গানে গানে জুলাই অভ্যুত্থান ও দেশপ্রেম ‘এনসিপিরে বরণ করো শাপলা কলির মালায়’ শিরোনামের গানটিতে নদীমাতৃক বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র দারুণভাবে ফুটে উঠেছে। একই সঙ্গে গানের কথায় ও সুরে উঠে এসেছে জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর বীরত্বগাথা। জাদুঘরের সামনে সাধারণ মানুষের মাঝে মাদুর পেতে এই গানটি বাজানোর দৃশ্যটি শাহবাগ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
কণ্ঠ দিয়েছেন সুমি ও সারথ শুরুতে এনসিপির নেতারা শিল্পীদের ব্যক্তিগত অনুরোধের কথা বলে নাম গোপন রাখতে চেয়েছিলেন। তবে গানটি শোনার পর কণ্ঠস্বর নিশ্চিত হওয়া গেছে। দলটির এই থিম সং-এ মূল নারী কণ্ঠে রয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘লালন’-এর সুমি। অন্যদিকে পুরুষ কণ্ঠটি দিয়েছেন নাঈম ইমরান সারথ। সারথ ব্লুজিন্স ব্যান্ডের সাবেক ভোকাল এবং বর্তমানে জনপ্রিয় ব্যান্ড ‘এডভার্ব’-এর সঙ্গে যুক্ত রয়েছেন। জনপ্রিয় এই দুই শিল্পীর মেলবন্ধনে গানটি অনন্য উচ্চতা পেয়েছে।
এআই নয়, খাঁটি মানবসৃষ্ট সুর এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে গান তৈরির বর্তমান জোয়ারে এনসিপি স্পষ্ট করেছে যে, তাদের এই গানটি সম্পূর্ণ মানবসৃষ্ট। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এবং প্রচার কমিটির সদস্য জুবায়ের হোসেন নিশ্চিত করেছেন যে, কোনো যান্ত্রিক সহায়তা ছাড়াই দেশের মেধাবী শিল্পীদের সরাসরি অংশগ্রহণে এই গানটি তৈরি করা হয়েছে। শিল্পীদের গোপনীয়তার অনুরোধকে সম্মান জানিয়ে প্রথমে দলটির পক্ষ থেকে নাম জানানো না হলেও, পরবর্তীতে জনপ্রিয় এই শিল্পীদের সম্পৃক্ততার খবরটি নিশ্চিত হয়।
নির্বাচনী মাঠের লড়াইয়ে এনসিপির এই সুর সাধারণ ভোটারের মনে কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।







