বাণিজ্যিক বিজ্ঞাপন

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে ‘বন্দি’ জামায়াত প্রার্থী, কার্যালয়ে তালা ঝোলালেন বিক্ষুব্ধ কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

বাণিজ্যিক বিজ্ঞাপন

সুনামগঞ্জ-১ আসনে জোটগত রাজনীতির মারপ্যাঁচে ক্ষুব্ধ হয়ে নিজেদের জেলা আমির ও সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তোফায়েল আহমদকে তালাবদ্ধ করে রেখেছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই আসনটি শরিক দল ‘বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে’ ছেড়ে দেওয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে জেলা শহরে এ নজিরবিহীন ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুপুর ৩টার দিকে সুনামগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ে আসেন মাওলানা তোফায়েল আহমদ। এসময় আসন ছাড়ার খবরে তাহিরপুরসহ বিভিন্ন উপজেলা থেকে আসা কয়েকশ উত্তেজিত কর্মী-সমর্থক কার্যালয়টি ঘিরে ফেলেন। তারা মাওলানা তোফায়েল আহমদ ও জেলা সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহকে ভেতরে থাকা অবস্থায় প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।

বিক্ষুব্ধ নেতা-কর্মীদের দাবি, গত দেড় বছর ধরে তারা প্রতিকূল পরিবেশের মধ্যেও মাঠে তোফায়েল আহমদের পক্ষে নিরলসভাবে কাজ করেছেন। নির্বাচনের আগ মুহূর্তে এভাবে আসনটি অন্য একটি দলকে ছেড়ে দেওয়া তারা কোনোভাবেই মেনে নেবেন না। কর্মীদের আবেগ ও দীর্ঘদিনের শ্রমের কথা চিন্তা করে প্রার্থীকে যেন মনোনয়নপত্র প্রত্যাহার করতে না দেওয়া হয়, সেজন্যই তারা এই ‘অবরুদ্ধ’ করার পথ বেছে নিয়েছেন।

বিকেল ৫টা পর্যন্ত প্রাপ্ত সংবাদ অনুযায়ী, প্রার্থী ও জেলা সেক্রেটারি উভয়ই কার্যালয়ের ভেতরে তালাবদ্ধ অবস্থায় ছিলেন। এ সময় বাইরে বিক্ষুব্ধ কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। অনেকবার চেষ্টা করেও মুঠোফোনে মাওলানা তোফায়েল আহমদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ বলেন, “জোটগত সিদ্ধান্তের কারণে কেন্দ্র থেকে আসনটি নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়ার নির্দেশনা এসেছে। আমরা কর্মীদের বোঝানোর চেষ্টা করছি। তাদের আবেগ থাকতেই পারে, কিন্তু দিনশেষে দলীয় শৃঙ্খলা বজায় রাখা জরুরি।”

উল্লেখ্য, সুনামগঞ্জ-১ আসনে আজই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এ আসনে অন্যান্যদের মধ্যে বিএনপির কামরুজ্জামান কামরুল এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ রফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল বুধবার প্রতীক বরাদ্দের মাধ্যমে চূড়ান্ত নির্বাচনী ডামাডোল শুরু হওয়ার কথা রয়েছে।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button