টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, আইসিসির ওপর ক্ষুব্ধ আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক | ঢাকা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গন। নিরাপত্তাশঙ্কাকে গুরুত্ব দিয়ে ভারত সফরে না যাওয়ার যে সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নিয়েছে, তা থেকে এক চুলও নড়তে রাজি নন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি সাফ জানিয়ে দেন, সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই।
উপদেষ্টা আসিফ নজরুল আইসিসির (ICC) ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, “বাংলাদেশ ভেন্যু স্থানান্তরের জন্য যে অনুরোধ জানিয়েছিল, আইসিসি সেটি না রেখে অবিচার করেছে। আমরা আশা করেছিলাম তারা পরিস্থিতির গুরুত্ব বুঝে সুবিচার করবে, কিন্তু তা হয়নি।” তিনি স্পষ্ট করেন যে, ভারত সফরের ক্ষেত্রে যে নিরাপত্তা উদ্বেগের কথা আগে বলা হয়েছিল, তার কোনো পরিবর্তন বর্তমানেও হয়নি। ফলে সরকারের পূর্বঘোষিত সিদ্ধান্তই চূড়ান্ত।
বৈঠক শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলামও সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তিনি আইসিসির এই একপাক্ষিক সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, “আমরা এখনো আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কার ভেন্যুতে খেলার দাবিতে অটল আছি। ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না এবং শেষ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায়ের চেষ্টা চালিয়ে যাব।”
সরকার ও বিসিবির এমন অনড় অবস্থানে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে। তবে ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে এটি স্পষ্ট যে, খেলোয়াড়দের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো চাপেই মাথা নত করবে না বাংলাদেশ।







