ওসমান হাদি হত্যা মামলা: সহযোগী রুবেল ৬ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলায় নতুন মোড় এসেছে। এই হত্যাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী মো. রুবেল আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।
আদালত ও সিআইডি সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাতে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৬ দিন মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, রুবেল হত্যাকাণ্ডের পর পলাতক আসামিদের আত্মগোপনে থাকতে সরাসরি সহযোগিতা করেছেন এবং তিনি নিজেও আত্মগোপনে ছিলেন।
আদালতে আসামির দাবি শুনানির সময় রুবেলের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিচারক তাকে কিছু বলার সুযোগ দিলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। ফয়সালের সঙ্গে কেবল তিন মাস আগে ট্রেড লাইসেন্স নিয়ে কথা হয়েছিল। আমি কোনো রাজনীতি করি না, সাধারণ চাকরি করি।” রুবেল আরও জানান, তার পরিবার তার গ্রেপ্তারের খবর জানে না। এরপর বিচারক পুলিশকে নির্দেশ দেন বিষয়টি পরিবারকে জানাতে।
হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন শরীফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়। প্রথমে ঢাকা ও পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শুরুতে ডিবি পুলিশ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিলেও মামলার বাদী আবদুল্লাহ আল জাবের নারাজি দাখিল করেন। গত ২০ জানুয়ারি আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। এরপরই রুবেলের গ্রেপ্তারের মাধ্যমে তদন্তে নতুন গতি এলো।







