অযৌক্তিক চাপে ভারত সফর নয়: কড়া বার্তা আসিফ নজরুলের

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আগামী ফেব্রুয়ারিতে পর্দা উঠতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে উত্তপ্ত ক্রিকেট অঙ্গন। টুর্নামেন্টের অন্যতম আয়োজক ভারতের মাটিতে খেলতে যাওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সরকারের অবস্থান এখন আগের চেয়েও বেশি কঠোর। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।”

তিনি সরাসরি জানান, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চাপের মুখে পড়ে বাংলাদেশের ওপর কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তবে বাংলাদেশ তা কোনোভাবেই মেনে নেবে না। আসিফ নজরুল পাকিস্তানের উদাহরণ টেনে বলেন, “ভারত যখন পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল, তখন আইসিসি ভেন্যু বদলে হাইব্রিড মডেলে খেলা চালিয়েছিল। আমরাও অত্যন্ত যৌক্তিক কারণে নিরাপত্তা শঙ্কা থেকে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। আমাদের দাবিও একইভাবে মানতে হবে।”

নিরাপত্তা ও জাতীয় মর্যাদা সবার আগে উপদেষ্টা তাঁর বক্তব্যে উল্লেখ করেন, কেবল ক্রিকেটার নয়, সাথে থাকা সমর্থক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। সম্প্রতি আইপিএলে মোস্তাফিজুর রহমানের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত হয় না, সেখানে পুরো দলকে পাঠানোর ঝুঁকি নেওয়া অসম্ভব। বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যে আইসিসিকে চিঠি দিয়ে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি নিয়ে ধোঁয়াশা সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি খবর প্রকাশ করেছিল যে, বাংলাদেশ না খেললে স্কটল্যান্ডকে মূল পর্বে নেওয়া হতে পারে। এই বিষয়ে আসিফ নজরুল জানান, আনুষ্ঠানিকভাবে এমন কোনো খবর তাদের কাছে নেই। উল্লেখ্য যে, ব্রিটিশ গণমাধ্যম বিবিসিও জানিয়েছে, ক্রিকেট স্কটল্যান্ডের সাথে আইসিসি এই বিষয়ে কোনো আলোচনা করেনি এবং বিসিবির প্রতি সম্মান জানিয়ে স্কটল্যান্ডও এ নিয়ে আগ বাড়িয়ে কিছু বলতে ইচ্ছুক নয়।

আইসিসির সময়সীমা ও বিসিবির অবস্থান ভারতীয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে, সিদ্ধান্ত নেওয়ার জন্য আইসিসি বিসিবিকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। তবে বিসিবি এই তথ্যের সত্যতা অস্বীকার করেছে। ক্রীড়া উপদেষ্টার আজকের বক্তব্যের পর এটা স্পষ্ট যে, ভেন্যু না বদলালে বাংলাদেশ দল ভারতে পা রাখার সম্ভাবনা নেই বললেই চলে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত আইসিসি কোনো সমঝোতায় আসে নাকি বাংলাদেশ বিশ্বকাপ বর্জনের পথে হাঁটে।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button