বাণিজ্যিক বিজ্ঞাপন

ফের শক্তিশালী হলো জামায়াতের জোট: নির্বাচনী ঐক্যে নতুন করে যুক্ত হলো লেবার পার্টি

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যিক বিজ্ঞাপন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজপথের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০–দলীয় নির্বাচনী ঐক্যে নতুন করে যোগ দিয়েছে ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি। এই নতুন অন্তর্ভুক্তির ফলে জোটটি আবারও ১১–দলীয় নির্বাচনী ঐক্যে রূপ নিল।

শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই নতুন রাজনৈতিক মেরুকরণের ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম।

যেভাবে ১০ দল থেকে আবার ১১ দল

উল্লেখ্য যে, এর আগে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোট থেকে বের হয়ে যাওয়ায় জোটের সদস্য সংখ্যা ১০-এ নেমে এসেছিল। তবে নির্বাচনের ঠিক আগমুহূর্তে লেবার পার্টির যোগ দেওয়াকে জোটের জন্য বড় ‘সাফল্য’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে এটিএম মা’ছুম বলেন,

“বাংলাদেশ লেবার পার্টি আমাদের এই নির্বাচনী ঐক্যের সাথে একাত্মতা ঘোষণা করেছে। জোটের কেন্দ্রীয় নেতাদের সাথে বিস্তারিত আলোচনার পরই তাদের এই বৃহত্তর প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হলো। ১০ দলের এই ঐক্য আবারও ১১ দলে উন্নীত হওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং সৌভাগ্যের বিষয়।”

লেবার পার্টির অবস্থান

জোটভুক্ত হওয়া প্রসঙ্গে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে ১০ দলের মহৎ এই নির্বাচনী উদ্যোগের সাথে আমাদের যুক্ত করায় আমরা কৃতজ্ঞ। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা এই জোটের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে জোটের এই ভাঙা-গড়ার খেলা ভোটারদের মধ্যে নতুন বার্তা দিচ্ছে। বিশেষ করে জামায়াত সমর্থিত এই ঐক্যজোট নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button