বাণিজ্যিক বিজ্ঞাপন

মোস্তাফিজ বিশ্বকাপে থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে: বিসিবিকে আইসিসির চিঠি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে নতুন করে ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তার মেঘ। বিশেষ করে ভারতে অনুষ্ঠিতব্য এই আসরে টাইগারদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ দলে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান থাকলে দলের ওপর নিরাপত্তা ঝুঁকি কয়েক গুণ বেড়ে যেতে পারে।

আজ বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানান, আইসিসি থেকে বিসিবিকে পাঠানো ওই চিঠিতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। যার একটি এবং অন্যতম কারণ হলো—মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা।

নিরাপত্তা ঝুঁকির নেপথ্যে কী? ক্রীড়া উপদেষ্টা সংবাদ সম্মেলনে জানান, আইসিসির চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে মোস্তাফিজুর রহমান দলে থাকলে তা পুরো দলের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। তবে একজন নির্দিষ্ট ক্রিকেটারের উপস্থিতিতে কেন একটি দেশের জাতীয় দলের নিরাপত্তা বিঘ্নিত হবে, সে বিষয়ে আইসিসি বিস্তারিত কোনো ব্যাখ্যা চিঠিতে দেয়নি। ধারণা করা হচ্ছে, মোস্তাফিজের সাম্প্রতিক আইপিএল বিতর্ক এবং ভারতের স্থানীয় কোনো ইস্যু এর পেছনে কাজ করতে পারে।

আসিফ নজরুল বলেন, “আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে পাওয়া চিঠিতে তিনটি কারণ উল্লেখ করা হয়েছে। আমরা বিষয়গুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। একটি দলের ক্রিকেটার কে হবেন, সেটি একান্তই টেকনিক্যাল বিষয়। কিন্তু নিরাপত্তার অজুহাতে যখন কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন সেটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়।”

বিসিবির অবস্থান ও অনিশ্চয়তা বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো না হলেও ক্রীড়া উপদেষ্টার এই বক্তব্যে ক্রিকেট পাড়ায় তোলপাড় শুরু হয়েছে। দলের প্রধান বোলিং অস্ত্রকে ছাড়া বিশ্বকাপে যাওয়া যেমন কঠিন, তেমনি নিরাপত্তা ঝুঁকি নিয়ে ভারতে সফর করাও ঝুঁকিপূর্ণ। ফলে বিশ্বকাপ বর্জন নাকি মোস্তাফিজকে বাদ দিয়ে অংশগ্রহণ—এমন এক কঠিন সমীকরণের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button