বাণিজ্যিক বিজ্ঞাপন

“আওয়ামী লীগ-এরশাদকে পেরেছি, এবারও ষড়যন্ত্র রুখবে জনগণ”: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাণিজ্যিক বিজ্ঞাপন

দেশের মানুষ অতীতে সব প্রতিকূলতা ও স্বৈরশাসন যেভাবে প্রতিহত করেছে, আসন্ন নির্বাচনেও সব ধরনের ষড়যন্ত্র সেভাবেই রুখে দেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। আজ রোববার রাজধানীর উত্তর শাহজাহানপুরের মোমেনবাগ এলাকায় এক নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে খালি পায়ে আর লুঙ্গি পরে এই দেশের সাধারণ মানুষ পাকিস্তানি শক্তিশালী বাহিনীকে পরাজিত করেছিল। তিনি বলেন, “আমরা আওয়ামী লীগকে প্রতিহত করেছি, এরশাদকেও প্রতিহত করেছি—ইনশাআল্লাহ, জনগণের শক্তিতে এবারও সব অগণতান্ত্রিক চক্রান্ত প্রতিহত হবে।”

মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকার অঙ্গীকার এলাকার দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, গত ১৭ বছরে এই জনপদে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস বিষফোঁড়ার মতো ছড়িয়ে পড়েছে। নির্বাচিত হলে এই তিনটি অভিশাপ থেকে এলাকাকে মুক্ত করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, “শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকা গড়তে আমি বদ্ধপরিকর।”

নির্বাচন ও ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ নিয়ে শঙ্কা ঢাকা-৮ সহ সারা দেশে বিএনপিকে কোনো আসন দেওয়া হবে না—এমন বক্তব্যের কড়া সমালোচনা করে মির্জা আব্বাস একে ‘স্বেচ্ছাচারী’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “আসন দেওয়ার মালিক কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী নয়, এর মালিক একমাত্র আল্লাহ এবং দেশের জনগণ।”

নির্বাচনী পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সরকারের একটি মহলের তৎপরতা দেখে মনে হচ্ছে পর্দার আড়ালে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা কোনো গরমিলের চেষ্টা চলছে। তবে সচেতন জনগণ সময়মতো এর যোগ্য জবাব দেবে বলে তিনি বিশ্বাস করেন।

অপপ্রচারের বিরুদ্ধে বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে চলা অপপ্রচারের বিষয়েও কথা বলেন মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও বট বাহিনী ব্যবহার করে তাঁর সম্মানহানি করার চেষ্টা চলছে। তবে এসব বানোয়াট তথ্যে কান না দিতে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

বিকেলে তিনি রাজারবাগ ও মোমেনবাগ এলাকার অলিগলিতে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তাঁর সঙ্গে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button