বাণিজ্যিক বিজ্ঞাপন

‘আমরাই জানি না কোথায় খেলব’: বিশ্বকাপের আগে লিটনের কণ্ঠে চরম অনিশ্চয়তা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

বাণিজ্যিক বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র দুই সপ্তাহ। অথচ বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস এখনো জানেন না তার দল আদৌ বিশ্বকাপে অংশ নিচ্ছে কি না, কিংবা খেললেও কোন দেশে বা কাদের বিপক্ষে মাঠে নামবে তারা। আজ মিরপুরে বিপিএলের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের পরাজয়ের পর সংবাদ সম্মেলনে এসে একরাশ হতাশা ও অনিশ্চয়তার কথা শোনালেন জাতীয় দলের এই কাপ্তান।

বিপিএলের ব্যস্ততার মাঝেও সবার নজর এখন আসন্ন বিশ্বকাপের দিকে। কিন্তু ভেন্যু নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যকার টানাপোড়েনে ক্রিকেটারদের মানসিক অবস্থা যে শোচনীয়, তা লিটনের কথাতেই স্পষ্ট। বিশ্বকাপের প্রস্তুতি বা পরিকল্পনা নিয়ে প্রশ্ন করতেই লিটন পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, “আপনি কি নিশ্চিত আমরা বিশ্বকাপ খেলব?”

গত এক বছর ধরে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে আছে। টানা পাঁচটি সিরিজ জিতে দল যখন আত্মবিশ্বাসের তুঙ্গে, ঠিক তখনই ভেন্যু জটিলতা আর রাজনৈতিক সমীকরণে সব ওলটপালট হয়ে গেছে। বিসিবি ম্যাচগুলো ভারতে না খেলে শ্রীলঙ্কায় খেলার দাবি জানালে তৈরি হয় এই অচলাবস্থা। অধিনায়ক লিটন বলেন, “আপনারা তো এর মধ্যেই দল জানেন যে কোন ১৫ জন যাবে। সেই ১৫ জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব। আমার জায়গা থেকে আমি যেমন অনিশ্চয়তায় আছি, সবাই অনিশ্চয়তায়। আমার মনে হয়, এই মুহূর্তে পুরো বাংলাদেশই অনিশ্চিত।”

প্রতিপক্ষ বা কন্ডিশন না জানা থাকলে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া কতটা কঠিন, লিটন তা অকপটে স্বীকার করেছেন। তার মতে, গ্রুপ বা ভেন্যু জানা থাকলে প্রস্তুতিতে অনেক সুবিধা হতো। কিন্তু এখন যা তাদের হাতে নেই, তা নিয়ে মন্তব্য করতেও নারাজ তিনি। জীবনের অনেক কিছুই যে আদর্শ নয়, সেটি মেনে নিয়ে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দর্শনই এখন তার একমাত্র ভরসা।

বিশ্বকাপের আগে বিপিএলের উইকেট নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছেন লিটন। এলিমিনেটরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ১১১ রানের সংগ্রহকে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ মনে করছেন না তিনি। মাঠের বাইরের অনিশ্চয়তা আর মাঠের ভেতরের প্রতিকূল উইকেট—সব মিলিয়ে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট।

এখন দেখার বিষয়, আইসিসির দেওয়া সময়সীমার মধ্যে বিসিবি কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে কি না, নাকি এই অনিশ্চয়তা নিয়েই শেষ হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button