বাণিজ্যিক বিজ্ঞাপন

মানিকগঞ্জে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহ্ফিল

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

মানিকগঞ্জ প্রতিনিধি।     বাংলাদেশের   অবিসংবাদিত  নেত্রী,  গণতন্ত্রের প্রতীক,   আপসহীন  অভিযাত্রার  সমাপ্তী।   মানিকগঞ্জ পৌর আদর্শ   মার্কেট ‌ বণিক সমিতির উদ্যোগে   ” মাদার অফ   ডেমোক্রেসি”   আপসহীন   দেশনেত্রী  সাবেক  রাষ্ট্রপ্রধান  বেগম খালেদা জিয়ার  আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।     বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল     মানিকগঞ্জ   পৌর শাখার   আহ্বায়ক  ও  পৌর আদর্শ মার্কেট  বণিক সমিতির সাধারণ সম্পাদক  রাজিব হাসান খানের সভাপতিত্বে  পবিত্র  দোয়া মাহ্ফিলে    উপস্থিত ছিলেন,   পৌর শাখা বিএনপি’র   যুগ্ম সাধারণ সম্পাদক   আসাদুজ্জামান দোলন,  মালিক সমিতির সভাপতি মোঃ সানোয়ার হোসেন,  বণিক সমিতির সভাপতি  মোঃ মোতাহার হোসেন, বহুমুখী মার্কেট  সাধারণ সম্পাদক   আঃ  রাজ্জাক লিটন,  বাস মালিক  সমিতির সভাপতি  পীর বাবুল হোসেন,    মোঃ মজিবুর রহমান, বণিক সমিতির মোঃ ফারুক হোসেন,  মোঃ ইব্রাহীম হোসেন,  সবুজ মিয়া ,  মোঃ সুমন মিয়া,  সাদ্দাম হোসেন, সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম  এবং সমাজের  সর্বস্তরের  জনগণ।    বাংলাদেশ জাতীয়তাবাদী  যুবদল মানিকগঞ্জ পৌর শাখার আহ্বায়ক ও পৌর আদর্শ মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক রাজিব হাসান খান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে  বলেন , তিন বারের  প্রধানমন্ত্রী, বিএনপি’র  চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতাকর্মীসহ  দেশবাসি   গভীর শোকাভিভূত।   আমরা গভীর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে  মহান আল্লাহ্  রাব্বুল আলামীনের  দরবারে   মরহুমার বিদেহী আত্মার  মাগফেরাত  কামনা করছি এবং   শোকসন্তপ্ত  পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ।   মহান  আল্লাহ্  পাক যেন তাঁকে  জান্নাতবাসি‌  করেন এবং তাঁর স্বজনদের  অপুরনীয় খ্যাতি সহ্য  করার  সামর্থদেন।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button