About Us

মুখবন্ধঃ 

প্রিয় ও সচেতন পাঠকগন বাক ও চিন্তার স্বাধীনতাকে ঊর্ধ্বে তুলে ধরার প্রত্যয় নিয়ে জোসেফ ডি কস্তার সম্পাদনায় ২০১১ সালে মাসিক “কণ্ঠস্বর” পত্রিকা যাত্রা শুরু করে। জাতীয় দৈনিক সংবাদপত্র হিসেবে ২০১৭ সালে “কণ্ঠস্বর” নামে যাত্রা শুরু করলেও শুরুতেই স্বৈরাচারী সরকারের রোষানলে আটকে যায় পথচলা। ২০১৯ সালে আবার শুরু করলেও – এবার সাইবার কৌশলে আটকে দেয় জাতীয় প্রচারনা। ২০২৪ সালের ছাত্র জনতার গনজোয়ার পরবর্তী সকল শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আবারো শুরু করেছে www.konthosor.com পত্রিকা।

**কোলকাতা থেকে বাপ্পি মল্লিক প্রকাশনার দায়িত্ব নিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী জোসেফ ডি কস্তা স্যার কে আবারও সম্পাদনার দায়িত্ব নিতে বলায়, শুরুতে নিমরাজি থাকলেও সকল শুভানুধ্যায়ীদের অনুরোধে সম্পাদকীয় দায়িত্ব নিতে রাজি হন।
 

আমাদের প্রতিশ্রুতি

আমরা আমাদের বৈচিত্র্যময় এবং প্রতিভাবান দলের জন্য অত্যন্ত গর্বিত।আমাদের একঝাক পরিশ্রমী সংবাদকর্মীই আমাদের শক্তির ও সত্যের উৎস। তবে মাঝে মাঝে কিছু সংবাদ – তথ্য নির্ভর ও মেইল নির্ভর হয়ে থাকে। কিছু মতামত পাঠকের থাকবেই, সেগুলো হুবহু আমরা ছেপে দেয়ার চেস্টা করবো।

কিছু সংগঠনের বক্তব্য প্রেস রিলিস ভিত্তিক, কিছু অনুসন্ধানী এবং কিছু তথ্য বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের বা সংগঠনের বক্তব্য থাকবে যা আমরা ছেপে দিলেও- এই সকল সংবাদের দায়ভার আমাদের উপর বর্তায় না। 

এইধরনের সংগঠনের প্রতিনিধিদের বা সংগঠনের বক্তব্যের দায়ভার সম্পূর্ণ ভাবে তাদের।

Our History

With the conviction of upholding the freedom of speech and thought among the dear and informed readers, the monthly magazine “Kanthaswar” started its journey in 2011 under the editorship of Joseph De Costa. It started its journey as a national daily newspaper in 2017 under the name “Kanthaswar“, but at the beginning, the path was blocked by the dictatorial government. Although it started again in 2019 – this time the national campaign was stalled by cyber tactics. www.konthosor.com magazine has started again with the support of all well-wishers after the revolution of 2024 students and people.
Bappi Mallick from Kolkata took over the responsibility of publication and asked Joseph de Costa Sir, an expatriate from Australia, to take over the responsibility of editing again.

Our Promise

Dear and informed readers, we walk with the conviction of upholding the freedom of speech and thought. We are extremely proud of our diverse and talented team. Our team of hard-working journalists are our source of strength and truth. But sometimes some news is data dependent and mail dependent. Readers will have some opinions, we will try to express them. Some of the organization’s statements are based on press releases, some are investigative and some of the information will be statements of representatives of various organizations or organizations that we publish – we are not responsible for all these news. The representatives of such organizations or organizations are solely responsible for their statements.