বাক ও চিন্তার স্বাধীনতার প্রতীক

প্রিয় ও সচেতন পাঠকবৃন্দ,
স্বাধীন চিন্তা ও বাকস্বাধীনতার অঙ্গীকার নিয়ে ২০১১ সালে জোসেফ ডি কস্তা-এর সম্পাদনায় মাসিক “কণ্ঠস্বর” পত্রিকার যাত্রা শুরু হয়।

২০১৭ সালে এটি জাতীয় দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। তবে শুরুতেই স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ে কণ্ঠস্বরের পথচলা বাধাগ্রস্ত হয়। ২০১৯ সালে আবারও প্রকাশ শুরু হলেও এবার সাইবার কৌশলের মাধ্যমে জাতীয় প্রচারণাকে আটকে দেওয়া হয়।

অবশেষে ২০২৪ সালের ছাত্র–জনতার গণজোয়ারের পর, অসংখ্য শুভানুধ্যায়ীদের সহযোগিতায় www.konthosor.com আবারও নতুন উদ্যমে প্রকাশনা শুরু করেছে।

বর্তমানে কোলকাতা থেকে প্রকাশনার দায়িত্বে আছেন অধ্যাপক বাপ্পি মল্লিক এবং প্রবাসী সম্পাদক জোসেফ ডি কস্তা স্যার পুনরায় সম্পাদকীয় দায়িত্ব গ্রহণ করেছেন সকল শুভানুধ্যায়ীর আহ্বানে।

আমাদের প্রতিশ্রুতি

আমরা বিশ্বাস করি, সত্যের পথে আপোষহীন সাংবাদিকতা আমাদের প্রধান দায়িত্ব।

🔹 আমাদের বৈচিত্র্যময় ও প্রতিভাবান সংবাদকর্মীদের জন্য আমরা গর্বিত।
🔹 তারা আমাদের শক্তি, তারা আমাদের সত্যের উৎস।
🔹 তবে কিছু সংবাদ তথ্য–নির্ভর বা মেইল–নির্ভর হয়ে থাকে। পাঠকদের মতামত আমরা যথাসম্ভব হুবহু প্রকাশ করার চেষ্টা করি।
🔹 কিছু সংবাদের উৎস প্রেস রিলিজ, কিছু অনুসন্ধানী, আবার কিছু সংবাদ বিভিন্ন সংগঠন ও প্রতিনিধিদের বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত হয়।

তবে এই ধরণের সংগঠন বা প্রতিনিধিদের বক্তব্যের সম্পূর্ণ দায়ভার তাদের নিজেদের, কণ্ঠস্বর পত্রিকার নয়।

আমাদের লক্ষ্যঃ মুক্তচিন্তা ও বাকস্বাধীনতার পক্ষে সোচ্চার থাকা, নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে সত্য প্রকাশ করা, পাঠককেন্দ্রিক মতামত ও তথ্য তুলে ধরা, জনগণের কণ্ঠস্বরকে সামনে নিয়ে আসা