বাণিজ্যিক বিজ্ঞাপন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে ভোটের মাঠে বহিষ্কৃত বিএনপি নেতা হাবিব

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)

বাণিজ্যিক বিজ্ঞাপন

রাজনৈতিক শিষ্টাচার না কি নতুন কোনো কৌশলী চাল? গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নেমে চমক সৃষ্টি করেছেন সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। বৃহস্পতিবার দুপুরে স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করার মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি তাকে বহিষ্কার করলেও হাবিবের দাবি, তিনি অনেক আগেই পদত্যাগ করেছেন।

মূল ফটকেই সারলেন জিয়ারত

এদিন হাবিবুর রহমান তার কর্মী-সমর্থকদের নিয়ে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে যান। তবে প্রশাসনের অনুমতি না মেলায় মূল সমাধি কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করতে পারেননি তিনি। অগত্যা ৩ নম্বর গেটের সামনে দাঁড়িয়েই মোনাজাত ও জিয়ারত সম্পন্ন করেন এই ফুটবল প্রতীকের প্রার্থী। এর আগে তিনি বিশিষ্ট আলেম শামছুল হক ফরিদপুরীর (রহ.) কবরও জিয়ারত করেন।

‘বহিষ্কারের সিদ্ধান্ত হাস্যকর’

নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, “আমি এক সময় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও জেলা বিএনপির সদস্য ছিলাম। কিন্তু বহু আগেই আমি মহাসচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দল ছেড়েছি। এখন আমাকে বহিষ্কার করার বিষয়টি হাস্যকর।”

তিনি আরও যোগ করেন, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মাটিতে দুই মহান ব্যক্তিত্ব শায়িত আছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই তিনি তার যাত্রা শুরু করতে চেয়েছেন।

লক্ষ্য মানুষের আতঙ্ক দূর করা

৫ আগস্টের পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে হাবিব বলেন, “এলাকার মানুষ এখন মামলা ও গ্রেপ্তারের আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকেই এলাকা ছেড়ে পালিয়েছেন। আমি সাধারণ মানুষের এই ভীতি দূর করতে চাই। কোনো ব্যক্তিস্বার্থ নয়, বরং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকে মানুষের পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য।”

জিয়ারত শেষে তিনি টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে ‘ফুটবল’ মার্কায় ভোট প্রার্থনা করেন।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button