নির্বাচনে পক্ষপাতিত্ব করবে না প্রশাসন: লক্ষ্মীপুরে অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | লক্ষ্মীপুর

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন কোনো ধরনের পক্ষপাতিত্ব করবে না এবং সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় থাকবে বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার সচেতনতামূলক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। আমরা কোনো প্রার্থীর সঙ্গে কথা বলছি না, বরং সরাসরি জনগণের সঙ্গে কথা বলছি। ভোটাররা যেন নির্ভয়ে তাঁদের অধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।” তিনি আরও যোগ করেন, প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে।

সালেহউদ্দিন আহমেদ দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “বাংলাদেশকে একটি উন্নত ও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনগণের উচিত হবে একজন ‘অডিটরের’ মতো সচেতন থাকা। আপনারা প্রার্থীর কাছে কাজের ও অর্থের হিসাব চাইবেন, যা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সবচেয়ে বড় সাফল্য হবে।”

এ সময় ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে এবং পরবর্তী পরিস্থিতি কমিশনই সামাল দেবে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক এবং সেনাবাহিনীর স্থানীয় কর্মকর্তারা। সভায় আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হয়।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button