বাণিজ্যিক বিজ্ঞাপন

ডিসি অফিসে ঢুকে হামলার চেষ্টা: রেঞ্চ হাতে অফিস কক্ষে তাণ্ডব, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, বরগুনা

বাণিজ্যিক বিজ্ঞাপন

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে ঢুকে অতর্কিত হামলার চেষ্টা চালিয়েছে এক যুবক। আজ রবিবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এতে হামলার চেষ্টাকারীকে বাধা দিতে গিয়ে জহিরুল ইসলাম নামে এক অফিস সহকারী আহত হয়েছেন। তবে ঘটনার সময় জেলা প্রশাসক তাসলিমা আক্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না, যা বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছে বলে মনে করা হচ্ছে।

সকাল থেকেই ছিল সন্দেহজনক আনাগোনা

আটক হওয়া যুবকের নাম ইব্রাহিম (৩০), তিনি সদর উপজেলার বাঁশবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টা থেকেই ইব্রাহিমকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তিনি বারবার বিভিন্নজনের কাছে জেলা প্রশাসকের অবস্থান সম্পর্কে জানতে চাচ্ছিলেন। অফিস খোলার সাথে সাথে তিনি অতর্কিতে গোপনীয় শাখার কক্ষে প্রবেশের চেষ্টা করেন।

সাহসিকতায় রক্ষা পেল বড় দুর্ঘটনা

অফিস সহকারী জহিরুল ইসলাম যখন তাকে বাধা দিতে যান, তখন ইব্রাহিমের কোমরে একটি শক্ত ধাতব বস্তু লক্ষ্য করেন। তল্লাশি করতে গেলে ইব্রাহিম তার কাছে থাকা টিউবওয়েল মেরামতের একটি ভারী ‘রেঞ্চ’ দিয়ে জহিরুলকে আঘাত করেন। এতে জহিরুল আহত হলেও অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় দ্রুত ওই যুবককে জাপটে ধরা হয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

প্রশাসনের বক্তব্য ও বর্তমান পরিস্থিতি

বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার চেষ্টা চালানো মাত্রই অভিযুক্তকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। কী উদ্দেশ্যে তিনি ডিসি অফিসে এমন তাণ্ডব চালানোর চেষ্টা করেছিলেন, তা এখনো পরিষ্কার নয়।

বরগুনা থানা পুলিশ জানিয়েছে, ইব্রাহিমকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি মানসিকভাবে অসুস্থ নাকি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এই হামলা চালাতে এসেছিলেন, তা তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি দপ্তরে দিনের শুরুতেই এমন হামলার ঘটনায় সাধারণ মানুষ ও কর্মচারীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button