
নির্বাচনী ডামাডোল পূর্ণাঙ্গভাবে শুরু হওয়ার আগেই আগাম প্রচারণার অভিযোগে বিপাকে পড়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন ওরফে মাওলানা তাহেরী। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এই প্রার্থীকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) কমিটির চেয়ারম্যান মো. রবিউল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।
শোকজের কারণ নোটিশে উল্লেখ করা হয়, মাওলানা তাহেরী মোমবাতি প্রতীকের প্রার্থী হিসেবে আগাম প্রচারণা চালাচ্ছেন—এমন একটি ভিডিও গত ১৫ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ‘দ্য স্পিচ’ নামক একটি ভেরিফায়েড পেজ থেকে প্রকাশিত ওই ভিডিওটি নির্বাচনী অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী—ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের প্রচারণা চালানো দণ্ডনীয় অপরাধ। তাহেরীর ভিডিওতে এই বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন পাওয়া গেছে বলে মনে করছে কমিটি।
হাজিরের নির্দেশ আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় হবিগঞ্জ সার্কিট হাউসের অস্থায়ী কার্যালয়ে সশরীর অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে এই আগাম প্রচারণার বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে মাওলানা তাহেরীকে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, নির্বাচনী আচরণবিধি রক্ষায় প্রশাসন অত্যন্ত কঠোর। নির্দিষ্ট সময়ের আগে প্রচারণার কোনো সুযোগ নেই।
তবে শোকজের বিষয়ে মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।







