খেলার মাঠে শিক্ষার্থীদের সাথে মুশফিক: এক নতুন ভোরের গল্প
দিয়াবাড়ি, ঢাকা

শৈশবের সেই চঞ্চলতা কি আবার ফিরবে? গত বছরের এক বিষাদময় স্মৃতি কাটিয়ে উঠতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যখন লড়ছিল, ঠিক তখনই তাদের পাশে এসে দাঁড়ালেন দেশের ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মুশফিকুর রহিম। জাইকা বাংলাদেশ ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মাইলস্টোন স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৬’-এ মুশফিকের উপস্থিতি কেবল একজন তারকার আগমন ছিল না, তা ছিল একমুঠো অনুপ্রেরণা আর নতুন স্বপ্নের হাতছানি।
২১ জুলাইয়ের সেই ট্র্যাজেডির ক্ষত ভুলে শিক্ষার্থীদের মনে আনন্দ আর সাহস সঞ্চার করতেই উত্তরা দিয়াবাড়ি ক্যাম্পাসে আয়োজন করা হয় এই বর্ণিল উৎসবের।

জাতীয় সংগীত আর পায়রার ডানায় শান্তির আহ্বান
সকালে জাতীয় সংগীতের সুর লহরীতে যখন উৎসবের পর্দা উঠল, তখন পুরো ক্যাম্পাস জুড়ে এক অদ্ভুত শিহরণ। এরপর আকাশে সাদা পায়রা উড়িয়ে শান্তি ও সুন্দর আগামীর বার্তা দেন অতিথিরা। অনুষ্ঠানে জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে শিশুদের মানসিক বিকাশে খেলাধুলার অপরিহার্যতার কথা তুলে ধরেন। মাইলস্টোনের এক্সিকিউটিভ প্রিন্সিপাল রিফাত নবি আলম শিক্ষার্থীদের ধৈর্য ও একতার ভূয়সী প্রশংসা করেন।
মাঠে যখন ‘মিস্টার ডিপেন্ডেবল’
সবচেয়ে জাদুকরী মুহূর্তটি আসে যখন মুশফিকুর রহিম নিজেই ব্যাটে-বলে শিক্ষার্থীদের সাথে মাঠে নামেন। একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচে মুশফিকের সেই চিরচেনা ফর্ম আর শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস যেন প্রমাণ করছিল, মাঠের লড়াই শুধু জেতার জন্য নয়, জীবনকে নতুন করে উপভোগ করার জন্য। এরপর ‘মিনি বল থ্রো’ গেমেও মেতে ওঠেন সকলে।
পরাজয়ই সেরা শিক্ষক: মুশফিকের বার্তা
অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থীদের মুখোমুখি হন মুশফিক। নিজের জীবনের অভিজ্ঞতার ঝুলি খুলে তিনি বলেন, “আমি জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো পেয়েছি সেই খেলাগুলো থেকে, যেগুলোতে আমি হেরেছিলাম।” তার এই কথায় বিষণ্ণতা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে ফেরার শক্তি খুঁজে পায় উপস্থিত শিক্ষার্থীরা। পরে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন কৌতূহলী প্রশ্নের উত্তর দেন এবং সবার মাঝে অনুপ্রেরণা বিলিয়ে দেন।

নতুন দিগন্তের সূচনা
কেবল খেলাধুলা নয়, শিক্ষার্থীদের মেধা বিকাশে এদিন উদ্বোধন করা হয় একটি বিশেষ ‘বোর্ড গেম ক্লাব’। এমইউএফজি ব্যাংকের কেনজি কিমুরা এবং একমাত্রা সোসাইটির ড. নিলয় রঞ্জন বিশ্বাস জানান, দলগত চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে এই ক্লাব কার্যকর ভূমিকা রাখবে।
একমাত্র এন্টারপ্রেনিউরস লিমিটেড এবং এমইউএফজি ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই উৎসব শেষ হয় একরাশ হাসি আর রঙিন স্মৃতি নিয়ে। মাইলস্টোনের ক্যাম্পাসে আজ যে আনন্দের জোয়ার বইল, তা হয়তো বহু দিন শিক্ষার্থীদের মনে সাহসের জোগান দিয়ে যাবে।







