বাণিজ্যিক বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৫০০০ টাকা বাড়ল, বাড়ছে বিধবা-বয়স্ক ভাতাও: বড় সুখবর সামাজিক নিরাপত্তা খাতে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বাণিজ্যিক বিজ্ঞাপন

দেশের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটিয়ে বড় সুখবর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতা এক লাফে ৫ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা—উভয়ই বাড়ানো হচ্ছে।

রোববার (২৫ জানুয়ারি) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম সভায় এই বৈপ্লবিক সিদ্ধান্তগুলো নেওয়া হয়। মূলত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে দেশের ১৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির নতুন রূপরেখা চূড়ান্ত করা হয়েছে এই সভায়।

মুক্তিযোদ্ধাদের সম্মানে বড় পদক্ষেপ সভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারগুলো বর্তমান হারের চেয়ে মাসে ৫ হাজার টাকা বেশি ভাতা পাবেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবার এবং আহতদের মাসিক সম্মানি ভাতাও এই কর্মসূচির আওতায় আনার সুপারিশ করা হয়েছে।

মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল
মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল

বয়স্ক ও বিধবা ভাতার নতুন হার সামাজিক সুরক্ষা বলয় আরও মজবুত করতে বয়স্ক ভাতার উপকারভোগী আরও ১ লাখ বাড়িয়ে ৬২ লাখে উন্নীত করা হয়েছে।

  • বয়স্ক ভাতা: ৫৯ লাখ ৯৫ হাজার মানুষ এখন ৬৫০ টাকার বদলে ৭০০ টাকা করে পাবেন। তবে ৯০ বছরের বেশি বয়সীদের জন্য সুখবর আরও বেশি; তারা পাবেন মাসিক ১০০০ টাকা।

  • বিধবা ভাতা: ২৮ লাখ ৭৫ হাজার বিধবা ও স্বামী নিগৃহীতা নারী এখন থেকে ৭০০ টাকা করে ভাতা পাবেন এবং ৯০ বছরের ঊর্ধ্বের বিধবারা পাবেন ১০০০ টাকা।

প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বৃদ্ধি প্রতিবন্ধী ভাতার উপকারভোগী সংখ্যা এবার ৩৬ লাখে উন্নীত করা হয়েছে। এর মধ্যে সিংহভাগই ৯০০ টাকা হারে ভাতা পাবেন। বিশেষ করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি ৫০ টাকা করে বাড়িয়ে প্রাথমিক থেকে উচ্চতর স্তর পর্যন্ত ৯৫০ টাকা থেকে ১৩৫০ টাকা করা হয়েছে।

স্বাস্থ্য ও খাদ্য সহায়তায় বিশেষ নজর ক্যান্সার, কিডনি বা লিভার সিরোসিসের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের জন্য এককালীন চিকিৎসা সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাফে ১ লাখ টাকা করা হয়েছে। এছাড়া জেলেদের ভিজিএফ কর্মসূচির আওতায় নতুন করে প্রায় পৌনে ৩ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচিতে এখন থেকে ৫০ লাখের পরিবর্তে ৬০ লাখ পরিবার ১৫ টাকা দরে চাল কিনতে পারবেন।

সামাজিক নিরাপত্তার এই ব্যাপক বিস্তার প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button