বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল আমিরের ‘হ্যাপি পাটেল’, তিন দিনে আয় সাকুল্যে ৪ কোটি!
বিনোদন ডেস্ক | ঢাকা

আমির খান মানেই পর্দার সামনে কিংবা পেছনে নতুন কোনো ম্যাজিক—এমনটাই বিশ্বাস করেন সিনেমাপ্রেমীরা। কিন্তু সেই ম্যাজিক এবার আর খাটল না। আমির খান প্রোডাকশনস থেকে মুক্তি পাওয়া স্পাই কমেডি-ড্রামা ‘হ্যাপি পাটেল: খাতরনাক জাসুস’ বক্স অফিসে রীতিমতো হিমশিম খাচ্ছে। গত শুক্রবার বড় পর্দায় এলেও প্রথম তিন দিনে দর্শকদের টানতে ব্যর্থ হয়েছে ছবিটি।
বক্স অফিসের হিসেব অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি আয় করেছে মাত্র ৩.৯৫ কোটি রুপি। সাধারণত ছুটির দিন রবিবারে সিনেমার আয় বাড়ে, কিন্তু ‘হ্যাপি পাটেল’-এর ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। গতকাল রবিবার ছবিটির আয় ছিল মাত্র ১.৩৫ কোটি রুপি। এই নিম্নমুখী গ্রাফ দেখে বিশ্লেষকরা ধারণা করছেন, বক্স অফিসে ছবিটির ভবিষ্যৎ এখনই একপ্রকার নিশ্চিত হয়ে গেছে।
বীর দাস ও কবি শাস্ত্রীর যৌথ পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান বীর দাস নিজে। সঙ্গে আছেন মিথিলা পালকার, মোনা সিং ও শারিব হাশমি। এমনকি আমির খান ও ইমরান খানের বিশেষ উপস্থিতি (ক্যামিও) থাকা সত্ত্বেও দর্শক কিংবা সমালোচক—কারোরই মন জয় করতে পারেনি এই স্পাই কমেডি।
সমালোচকদের চোখে কেন ব্যর্থ? সিনেমাটি নিয়ে সমালোচকদের প্রতিক্রিয়াও ছিল বেশ নেতিবাচক। অধিকাংশের মতে, জোর করে হাসানোর চেষ্টা এবং অগোছালো চিত্রনাট্যের কারণে দর্শক সংযোগ তৈরি করতে পারেনি ছবিটি। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ ছবিটিকে ৫-এর মধ্যে মাত্র ২ রেটিং দিয়ে জানিয়েছে, অনেকগুলো আইডিয়া একসাথে ঢোকানোর কারণে শেষ পর্যন্ত কমেডি বা আবেগ—কোনোটাই কাজ করেনি। যদিও ‘ফিল্মফেয়ার’ ৩.৫ রেটিং দিয়ে বীর দাসের অভিনয়ের প্রশংসা করেছে, তবে সামগ্রিক প্রভাব তৈরিতে তা যথেষ্ট ছিল না।
আমির খান এই সিনেমার প্রচারণায় বেশ কিছু অভিনব ও সৃজনশীল কৌশল অবলম্বন করেছিলেন, তবে সিনেমার গল্প নিয়ে ইতিবাচক ‘মাউথ পাবলিসিটি’ না হওয়ায় সব চেষ্টাই বৃথা গেছে। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, ভারতে ছবিটির মোট আয় হয়তো ১০ কোটি রুপির নিচেই থেমে যাবে, যা আমিরের প্রযোজনা সংস্থার জন্য এক বড় ধাক্কা।







