বাণিজ্যিক বিজ্ঞাপন

‘ঠিকাদারের সঙ্গে বিয়ে’: সেই পুরোনো গুঞ্জন নিয়ে মুখ খুললেন চাঁদনী

নিজস্ব প্রতিবেদক ঢাকা

বাণিজ্যিক বিজ্ঞাপন

অভিনয় আর ধ্রুপদী নাচের ছন্দে নব্বই দশকের দর্শকদের বুঁদ করে রেখেছিলেন মেহবুবা মাহনূর চাঁদনী। আজ এই প্রিয় অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে জীবনের এক মজার অথচ বিব্রতকর স্মৃতির ঝাঁপি খুললেন তিনি। ক্যারিয়ারের শুরুতেই নিজের বিয়ের ‘ভুয়া’ খবর কীভাবে সামলেছিলেন, সেই গল্পই শোনালেন এই তারকা।

তখন সবে এইচএসসি পাশ করেছেন চাঁদনী। অনার্সে ভর্তির প্রস্তুতি আর অভিনয়ে নিয়মিত হওয়া—দুটো নিয়ে ব্যস্ততা। ঠিক সেই সময়েই বিনোদন পাতায় বড় করে খবর ছাপা হয়, এক ঠিকাদারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন চাঁদনী! নিজের বিয়ের খবর পত্রিকা মারফত জেনে আকাশ থেকে পড়েন তিনি।

ছবি অভিনেত্রী চাঁদনীর ফেসবুক থেকে নেয়া হয়েছে।
ছবি অভিনেত্রী চাঁদনীর ফেসবুক থেকে নেয়া হয়েছে।

তবে অধিকাংশ তারকা যেখানে এমন খবরে বিচলিত হন, সেখানে চাঁদনী ছিলেন ব্যতিক্রম। তখন তিনি থাকতেন যৌথ পরিবারে। মজার ছলে পত্রিকা হাতে নিয়ে বড়দের কাছে গিয়ে নিজেই খবরটি পড়ে শোনান। চাঁদনী বলেন, “আমি সবাইকে বলছিলাম, দেখো—পত্রিকায় লিখেছে আমি নাকি কোনো এক ঠিকাদারকে বিয়ে করেছি! এই নিয়ে আমাদের পুরো পরিবারে হাসাহাসি শুরু হয়ে যায়।”

পরিবার হাসাহাসি করলেও চিন্তার ভাঁজ পড়েছিল চাঁদনীর মায়ের কপালে। মেয়ের ক্যারিয়ার শুরু হতেই এমন গসিপ কতটুকু নেতিবাচক প্রভাব ফেলবে, তা নিয়ে তিনি বেশ ভীত ছিলেন। সেই সময় মায়ের ভয় ভাঙাতে এগিয়ে আসেন পরিচিত এক আলোকচিত্রী। তিনি চাঁদনীর মাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, “গসিপ হচ্ছে মানেই বুঝবেন আপনার মেয়ে এখন তারকা হচ্ছে। গসিপ ছাড়া সেলিব্রিটি হওয়া যায় না।”

নব্বই দশকের শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করা চাঁদনী বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও নাচ নিয়ে দেশ-বিদেশে ব্যস্ত সময় পার করছেন। আজ জীবনের আরও একটি বসন্ত পার করা এই গুণী শিল্পীকে আমাদের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button