তিস্তা সমস্যার টেকসই সমাধান চায় অন্তর্বর্তী সরকার: পরিদর্শনে রিজওয়ানা হাসান ও চীনা রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক | রংপুর

তিস্তা নদীর দীর্ঘদিনের দুঃখ ঘোচাতে এবং এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে একটি টেকসই ও বিজ্ঞানসম্মত সমাধানের পথ খুঁজছে বর্তমান অন্তর্বর্তী সরকার। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাট এলাকায় তিস্তা নদী পরিদর্শন শেষে এ কথা জানান পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সকালে তিস্তা সড়ক সেতু ও রেলসেতু এলাকা ঘুরে দেখার পর উপদেষ্টা ভাঙনকবলিত মানুষের মুখোমুখি হন। এলাকাবাসীর আশ্বস্ত করে তিনি বলেন, “আমরা কোনো তড়িঘড়ি করে ভুল সিদ্ধান্ত নিতে চাই না। বরং এমন একটি সমাধান খুঁজছি যা স্থায়ী হবে। প্রকল্পটির কাজ এগিয়ে নিতে চীন ও বাংলাদেশ উভয় সরকারই প্রতিশ্রুতিবদ্ধ।”
সৈয়দা রিজওয়ানা হাসান আরও জানান, তিস্তা মহাপরিকল্পনাটি বেশ জটিল। এতে একই সাথে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ এবং সেচ ব্যবস্থা নিশ্চিত করার চ্যালেঞ্জ রয়েছে। এই বিষয়গুলো নিখুঁতভাবে যাচাই-বাছাই করার কারণেই কিছুটা সময় লাগছে। তবে প্রকল্পের কাজ নিয়ে কোনো ধরনের হতাশা না ছড়ানোর আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে চীনা রাষ্ট্রদূতের উপস্থিতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, “রাষ্ট্রদূত মহোদয় নিজে এখানে এসেছেন, যা প্রমাণ করে চীন এই প্রকল্পটি নিয়ে কতটা আন্তরিক। আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী খনন ও পাড় বাঁধার কাজ শুরু করতে চাই, যাতে সাধারণ মানুষকে আর ঘরবাড়ি হারাতে না হয়।”
পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রিভারাইন পিপলের পরিচালক তুহিন ওয়াদুদ এবং তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।







