
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে এক ‘রহস্যময়’ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে চলন্ত অবস্থায় তার বুলেটপ্রুফ গাড়িতে একটি কাগজ সেঁটে দিয়ে দ্রুত চম্পট দিয়েছেন এক অজ্ঞাত মোটরসাইকেল আরোহী। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তে নামলেও এখন পর্যন্ত ওই আরোহীকে শনাক্ত করা সম্ভব হয়নি।
ঠিক কী ঘটেছিল সেই রাতে? পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে তারেক রহমানের গাড়িবহর গুলশানের ৬৫ নম্বর সড়ক দিয়ে যাচ্ছিল। এসময় হঠাৎ একটি সাদা রঙের ‘হিরো হাংক’ ব্র্যান্ডের মোটরসাইকেল বহরের ভেতরে ঢুকে পড়ে। আরোহী চলন্ত গাড়ির গায়ের ওপর একটি কাগজ সেঁটে দিয়েই চোখের পলকে এলাকা ত্যাগ করেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, রহস্যজনক সেই কাগজে কোনো কিছু লেখা ছিল না। বিষয়টি জানাজানি হওয়ার পর জনমনে প্রশ্ন উঠেছে—নিশ্ছিদ্র নিরাপত্তার মাঝে এমন ঘটনা কীভাবে ঘটল?
নিরাপত্তা দলের ভূমিকা ও পুলিশের পদক্ষেপ ঘটনার সময় তারেক রহমানের নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) বহরের সাথেই ছিল। তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। পরবর্তীতে বিষয়টি পুলিশের নজরে এলে তারা নিজেরাই জিডি করে তদন্ত শুরু করে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে এক ব্যক্তিকে দ্রুতগতিতে বাইক চালিয়ে এসে গাড়িতে কিছু লাগাতে দেখা গেলেও ভিডিওর মান ভালো না হওয়ায় তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না।
তদন্তে মিলবে কি সূত্র? পুলিশ বর্তমানে বিভিন্ন প্রযুক্তির সহায়তা নিয়ে মোটরসাইকেলের নম্বর প্লেট এবং আরোহীর পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। কে এই রহস্যময় বাইকার এবং জনশূন্য কাগজে কী বার্তা দিতে চেয়েছিলেন তিনি, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। নতুন কোনো তথ্য পাওয়া গেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।







