বাণিজ্যিক বিজ্ঞাপন

এআই বিপ্লবে কাঁপছে চীনের শ্রমবাজার: কাজ হারাচ্ছে না মানুষ, পাল্টাচ্ছে ধরন

আন্তর্জাতিক ডেস্ক

বাণিজ্যিক বিজ্ঞাপন

চীনের চিরচেনা শ্রমবাজারে এখন বইছে পরিবর্তনের প্রবল হাওয়া। এক সময় যে দেশটিকে বলা হতো ‘বিশ্বের কারখানা’, সেই চীন এখন নিজেকে রূপান্তর করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির এক বৈশ্বিক কেন্দ্রে। তবে আশার কথা হলো, রোবট বা এআই মানুষের কাজ কেড়ে নিচ্ছে—এমন প্রচলিত ভীতিকে ভুল প্রমাণ করে দেশটিতে তৈরি হচ্ছে লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, চীনে ডিজিটাল দক্ষতা এখন আর বাড়তি কোনো যোগ্যতা নয়, বরং এটি টিকে থাকার প্রধান শর্ত হয়ে দাঁড়িয়েছে।

ড্রোনের আকাশে লাখো চাকরি

চীনের উদীয়মান ‘লো-অলটিটিউড ইকোনমি’ বা স্বল্প উচ্চতার উড্ডয়নভিত্তিক শিল্প এখন কর্মসংস্থানের নতুন খনি। ধারণা করা হচ্ছে, আগামী পাঁচ বছরে কেবল ড্রোন পরিচালনার জন্যই প্রয়োজন হবে প্রায় ১০ লাখ পাইলট। মহাকাশ প্রযুক্তি এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো খাতগুলো এখন আর গবেষণাগারে সীমাবদ্ধ নেই, বরং বিশাল শিল্প হিসেবে আত্মপ্রকাশ করছে।

কাজ হারানো বনাম রূপান্তর

অনেকেই ভাবছেন এআই মানেই ছাঁটাই। কিন্তু চীনের চিত্রটি ভিন্ন। গত পাঁচ বছরে দেশটিতে ৭২টি নতুন ধরনের পেশার উদ্ভব হয়েছে, যার ২০টিরও বেশি সরাসরি এআই-নির্ভর। ডার্ক ফ্যাক্টরি বা স্বয়ংক্রিয় কারখানার কারণে একঘেয়ে ও পুনরাবৃত্তিমূলক কাজ কমলেও বাড়ছে ‘এআই প্রোডাক্ট ম্যানেজার’-এর মতো উচ্চমূল্যের পেশা। গত এক বছরে এই নির্দিষ্ট পদের চাহিদা বেড়েছে প্রায় ১৭৮ শতাংশ।

সেবামূলক কাজে এখনো মানুষের জয়জয়কার

প্রযুক্তি বাড়লেও মানুষের ছোঁয়া প্রয়োজন এমন খাতের গুরুত্ব কমেনি। স্বাস্থ্যসেবা, বয়স্কদের পরিচর্যা এবং শিশু যত্নের মতো সেবা খাতে কর্মসংস্থানের হার আগামী পাঁচ বছরে ৪৮ শতাংশ থেকে বেড়ে ৫৫ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ৪ কোটি ৪০ লাখ প্রবীণ মানুষের সেবায় বর্তমানে প্রায় ৫৫ লাখ দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে, যা এই খাতকে একটি স্থিতিশীল ক্যারিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করছে।

‘নতুন কৃষক’ ও গ্রামীণ বিপ্লব

চীনের গ্রামাঞ্চলেও পৌঁছে গেছে প্রযুক্তির ছোঁয়া। প্রায় ১ কোটি ২০ লাখ তরুণ উদ্যোক্তা শহর ছেড়ে গ্রামে ফিরে আসছেন। তাঁরা সনাতন কৃষির বদলে ই-কমার্স, পর্যটন এবং এআইভিত্তিক কৃষি প্রযুক্তির মাধ্যমে গ্রামকে উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে পরিণত করছেন।

সব মিলিয়ে, চীনের শ্রমবাজার এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। যারা এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে ডিজিটাল দক্ষতা অর্জন করতে পারবে, তাদের জন্য আগামী পাঁচ বছর হবে অফুরন্ত সম্ভাবনার।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button