জুলাইয়ের রাজপথ থেকে ত্রয়োদশের রণক্ষেত্রে: যশোরের নির্বাচনী ময়দানে দুই তরুণ ‘যোদ্ধা’
নিজস্ব প্রতিবেদক | যশোর

যশোরের নির্বাচনী বাতাসে এবার নতুন সুর। দীর্ঘদিনের চেনা রাজনৈতিক সমীকরণের বাইরে গিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ে নেমেছেন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির দুই লড়াকু মুখ। রাজপথের লড়াই শেষ করে এবার ব্যালটের লড়াইয়ে নিজেদের ভাগ্য পরীক্ষা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়ক— রাশেদ খান ও ইমরান খান।
যশোর-৩ (সদর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) হয়ে ‘কাস্তে’ প্রতীক নিয়ে লড়ছেন রাশেদ খান। অন্যদিকে, যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) হয়ে ‘মই’ প্রতীকে প্রার্থী হয়েছেন ইমরান খান। গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ব্যানারে লড়া এই দুই তরুণ আজ বৃহস্পতিবার বিকেলে ভাষা আন্দোলন থেকে জুলাই বিপ্লবের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
রাশেদ খান: পরিবর্তনের কাস্তে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করা রাশেদ খান পরিবর্তনের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন। তাঁর বিপরীতে রয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থীরা। তবে রাশেদ একে দেখছেন অধিকার আদায়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে আমরা রাজপথে থেকে শোষিত মানুষের কণ্ঠস্বর হয়েছি। সেই ধারাবাহিকতায় রাজপথ আর সংসদের মধ্যে সেতুবন্ধন গড়তেই এই লড়াই।”
ইমরান খান: মুক্তিযুদ্ধের আদর্শের ‘মই’ আইন পেশার সঙ্গে যুক্ত ইমরান খান লড়াই করছেন যশোর-২ আসনে। তাঁর মূল অঙ্গীকার— চব্বিশের চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধের চার মূলনীতির বাংলাদেশ বিনির্মাণ করা। ইমরান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর লড়াই চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। বড় দলগুলোর পেশিশক্তি আর অর্থের পাহাড়ের বিপরীতে সাধারণ মানুষের নৈতিক সমর্থনকেই তিনি বড় অস্ত্র মনে করছেন।
যশোরের এই দুই আসনে বিএনপি ও জামায়াতের প্রভাবশালী প্রার্থীদের মধ্যে যখন মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে, তখন দুই ‘জুলাই যোদ্ধা’র এই অংশগ্রহণ সাধারণ ভোটারদের মাঝে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নতুন কৌতুহল তৈরি করেছে। অর্থনৈতিক ও সাংগঠনিকভাবে বড় দলগুলোর তুলনায় পিছিয়ে থাকলেও, চব্বিশের স্মৃতি সতেজ থাকা এই জনপদে তাঁরা কতটা জনসমর্থন আদায় করতে পারেন— এখন সেটাই দেখার বিষয়।







