বিশ্বকাপে খেলার অনিশ্চয়তা: ভারতকে ‘না’ করলে সুযোগ পাবে স্কটল্যান্ড
নিজস্ব প্রতিবেদক | ঢাকা

আগামী মাসে অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এক চরম অস্থিরতার মুখে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট। নিরাপত্তা ইস্যুতে ভারত সফরে না যাওয়ার অনড় অবস্থানে বিসিবি। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে থাকতে হলে বাংলাদেশকেই ভারতে গিয়ে খেলতে হবে। অন্যথায় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার প্রবল ঝুঁকিতে পড়বে টাইগাররা।
সোমবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তাদের জায়গায় কপাল খুলতে পারে স্কটল্যান্ডের। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকায় স্কটিশদের স্ট্যান্ডবাই হিসেবে রেখেছে আইসিসি।
কী নিয়ে এই সংঘাত? বিশ্বকাপের অন্যতম আয়োজক ভারত হলেও বিসিবি শুরু থেকেই নিরাপত্তাজনিত কারণে সেখানে খেলতে আপত্তি জানিয়ে আসছিল। বাংলাদেশের ম্যাচগুলো পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে আনুষ্ঠানিক প্রস্তাবও দেওয়া হয়েছিল। এই অচলাবস্থা নিরসনে গত শনিবার ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বিসিবির শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান আসেনি। বিসিবি তাদের অবস্থানে অনড় থাকলেও আইসিসি ভেন্যু পরিবর্তনের দাবি সরাসরি নাকচ করে দিয়েছে।
গ্রুপ অদলবদলের প্রস্তাবও নাকচ জানা গেছে, পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ একটি ‘মধ্যপন্থা’ প্রস্তাব করেছিল। গ্রুপ ‘বি’-তে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে নিজেদের গ্রুপ বদল করার দাবি জানিয়েছিল বিসিবি, যাতে শ্রীলঙ্কায় খেলা সম্ভব হয়। কিন্তু আইসিসি জানিয়েছে, একেবারে শেষ মুহূর্তে সূচি এবং গ্রুপ কাঠামো পরিবর্তন করা সম্ভব নয়।
সময় ফুরিয়ে আসছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো ও বিভিন্ন সূত্রের দাবি, বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য আগামী বুধবার পর্যন্ত সময়সীমা (ডেডলাইন) বেঁধে দিয়েছে আইসিসি। দশম টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে ৭ ফেব্রুয়ারি। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।
এখন দেখার বিষয়, বিসিবি কি খেলোয়াড়দের নিরাপত্তার দোহাই দিয়ে বিশ্বকাপ বর্জন করবে, নাকি আইসিসির আল্টিমেটামের মুখে ভারতে খেলতে রাজি হবে। বুধবারের মধ্যেই নির্ধারিত হবে লাল-সবুজের জার্সি বিশ্বকাপে দেখা যাবে কি না।







