
নির্বাচনী মাঠে আচরণবিধি লঙ্ঘন এবং দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ‘অসৌজন্যমূলক আচরণ’ ও হুমকির অভিযোগে শেষ পর্যন্ত আইনি মারপ্যাঁচে পড়লেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। গতকাল রোববার রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তাকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন।
আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় রুমিন ফারহানাকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে বিতর্কিত ওই ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, নির্ধারিত সময়ে উপস্থিত না হলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সূত্রপাত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুরে ৪-৫শ লোক নিয়ে এক বিশাল নির্বাচনী জনসভা করেন রুমিন ফারহানা। নির্বাচন আচরণবিধি অনুযায়ী বড় মঞ্চ ও মাইক ব্যবহার করে এমন সমাবেশ নিষিদ্ধ থাকলেও তিনি তা উপেক্ষা করেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে সমাবেশ বন্ধের নির্দেশ দিলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি’ প্রদর্শন ও হুমকি নোটিশে উল্লেখ করা হয়েছে, ম্যাজিস্ট্রেট যখন আইন কার্যকর করতে যান, তখন রুমিন ফারহানা চরম ঔদ্ধত্য ও অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনসম্মুখে হুমকি দিয়ে বলেন, “আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনব না।”
তার এমন মন্তব্যের পর সেখানে উপস্থিত সমর্থকরাও মারমুখী হয়ে ওঠেন, যা বিচারিক কাজে সরাসরি বাধা হিসেবে দেখছে প্রশাসন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
নির্বাচনী অনুসন্ধান কমিটির হস্তক্ষেপ এর আগে শনিবার রাতেই সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার সংশ্লিষ্ট বিচারিক কমিটির কাছে রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন। ওই রাতেই আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ডকে বড় বিঘ্ন হিসেবে দেখছে নির্বাচন কমিশন। এখন সবার নজর আগামী ২২ জানুয়ারির দিকে—কী ব্যাখ্যা নিয়ে হাজির হন এই আলোচিত স্বতন্ত্র প্রার্থী।







