হত্যার হুমকির মুখে কুষ্টিয়ার জামায়াত প্রার্থী আমির হামজা; বিএনপি সমর্থকদের ঝাড়ু মিছিল
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

কুষ্টিয়া-৩ (সদর) আসনের নির্বাচনী উত্তাপ এখন ভিন্ন দিকে মোড় নিয়েছে। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। রোববার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানান।
আমির হামজা তার পোস্টে লেখেন, “গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশাআল্লাহ।” কুষ্টিয়াবাসীর উদ্দেশ্যে তিনি আরও অনুরোধ করেন যে, তার অনুপস্থিতিতে যেন ‘ইনসাফ কায়েমের লড়াই’ অব্যাহত রাখা হয় এবং তার তিন শিশু কন্যার দেখাশোনা করা হয়।
হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কমেন্ট সেকশনে তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে এখনো পুলিশ বা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানাননি তিনি।
পুরনো ভিডিও ঘিরে বিতর্ক ও ঝাড়ু মিছিল: এদিকে, একটি পুরনো ওয়াজ মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে মন্তব্য করার জেরে উত্তাল হয়ে উঠেছে কুষ্টিয়া। এর প্রতিবাদে আজ সকালে সদর উপজেলার বটতৈল মোড় এলাকায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় একদল নারী। মিছিলকারীরা তার কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব ও একই আসনের সংসদ সদস্য প্রার্থী জাকির হোসেন সরকার জানান, বিক্ষুব্ধ নারীরা যে ঝাড়ু মিছিল করেছেন তা তিনি জেনেছেন, তবে এটি কোনো নির্দিষ্ট ব্যানারে হয়েছে কি না তা নিশ্চিত করেননি।
অন্যদিকে আমির হামজা দাবি করেছেন, যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেটি ২০২৩ সালের। এ ঘটনায় তিনি ইতিমধ্যে একটি ভিডিও বার্তার মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান।
তীব্র বাকযুদ্ধ আর পাল্টাপাল্টি কর্মসূচিতে কুষ্টিয়া-৩ আসনের নির্বাচনী পরিবেশ এখন বেশ থমথমে।







