সিলেটের শিববাড়িতে ট্রেনের ধাক্কায় ডোবায় পড়া হাতি উদ্ধার: ১৭ ঘণ্টার যন্ত্রণার পর ডাঙায়
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে একটি বিশালাকায় হাতি। শনিবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় হাতিটি ছিটকে পাশের একটি গভীর ডোবায় পড়ে যায়। দীর্ঘ ১৭ ঘণ্টা কাদা ও পানিতে অসহায় অবস্থায় পড়ে থাকার পর রোববার বিকেলে সেটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
দুর্ঘটনার প্রেক্ষাপট: স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হাতিটিকে সিলেটে নিয়ে আসা হয়েছিল। দুর্ঘটনার সময় হাতিটির সঙ্গে মাহুতও আহত হন। ট্রেনের প্রচণ্ড ধাক্কায় হাতিটির পেছনের পা গুরুতর জখম হয়, ফলে ডোবা থেকে ওঠার শক্তি হারায় বিশালাকার এই প্রাণীটি।
উদ্ধার অভিযান: রোববার সকাল থেকেই স্থানীয়দের ভিড় বাড়তে থাকে শিববাড়ি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন, বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। একটি বড় এক্সক্যাভেটরের সাহায্যে দড়ি বেঁধে অত্যন্ত সতর্কতার সঙ্গে বেলা আড়াইটার দিকে হাতিটিকে টেনে ডাঙায় তোলা হয়। দীর্ঘ সময় পানিতে থাকায় এবং আঘাতের কারণে হাতিটি নিস্তেজ হয়ে পড়েছিল।
চিকিৎসকদের বক্তব্য: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমদ জানান, “হাতিটি প্রাপ্তবয়স্ক এবং এর বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। ডোবায় দীর্ঘক্ষণ পড়ে থাকায় এটি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। আমরা তাকে স্যালাইন, স্টেরয়েড এবং অ্যান্টিস্টামিন দিয়েছি। প্রাথমিক চিকিৎসা শেষে এখন সে কিছুটা নড়াচড়া করছে, তবে পেছনের পায়ের আঘাত সারতে সময় লাগবে।”
রেলওয়ে কর্তৃপক্ষের বক্তব্য: যদিও স্থানীয়রা এবং প্রত্যক্ষদর্শীরা ট্রেনের ধাক্কার কথা বলছেন, সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, তাদের কাছে এখনো ট্রেনের সঙ্গে কোনো প্রাণীর সংঘর্ষের আনুষ্ঠানিক তথ্য পৌঁছায়নি। তবে ঘটনাস্থলে ডালপালা ও মাটির চিহ্ন দেখে চিকিৎসকরা ট্রেনের ধাক্কার বিষয়টিকে নিশ্চিত করেছেন।
বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান জানান, উদ্ধারের পর হাতিটিকে তার মালিক কামরুল ইসলামের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হাতিটির নিবিড় চিকিৎসা চলছে।







