বাণিজ্যিক বিজ্ঞাপন

নির্বাচন কমিশন ঘেরাও: দাবি আদায় না হলে অবরুদ্ধ রাখার হুঁশিয়ারি ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাণিজ্যিক বিজ্ঞাপন

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সামনে আজ রোববার এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ডাকসু ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রজ্ঞাপন এবং পোস্টাল ব্যালট নিয়ে ইসির ‘বিতর্কিত’ সিদ্ধান্তের প্রতিবাদে বেলা ১১টা থেকে ইসি কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।

কর্মসূচির একপর্যায়ে বিকেল ৫টার দিকে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনার জন্য ইসির ভেতরে প্রবেশ করেন। প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। অন্য সদস্যরা হলেন—সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।

যে ৩ ইস্যুতে সরব ছাত্রদল: ছাত্রদল নেতারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনটি প্রধান অভিযোগ তুলে ধরেন: ১. পোস্টাল ব্যালট বিতর্ক: পোস্টাল ব্যালট নিয়ে ইসির সাম্প্রতিক সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ দাবি করে তারা বলছেন, এটি নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায়। ২. রাজনৈতিক চাপ: একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর ইশারায় ইসি অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ ছাত্রদলের। এতে কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। ৩. শাবিপ্রবি ইস্যুতে বিতর্কিত প্রজ্ঞাপন: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইসির প্রজ্ঞাপনকে ‘নজিরবিহীন ও অগণতান্ত্রিক’ হিসেবে আখ্যায়িত করেছেন তারা।

ইসি কার্যালয়ে প্রবেশের আগে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা আলোচনার আমন্ত্রণে সাড়া দিয়ে ভেতরে যাচ্ছি। তবে আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো আপস নেই। দাবি মানা না হলে নির্বাচন কমিশনের একজন কর্মকর্তাও কার্যালয় থেকে বের হতে পারবেন না।”

এদিকে, বেলা ১১টা থেকেই শয়ে শয়ে নেতা-কর্মী ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মৃদু উত্তেজনা সৃষ্টি হয়। বিকেল পৌনে পাঁচটার দিকে একজন কর্মকর্তা ইসি ভবন থেকে বের হতে চাইলে আন্দোলনকারীরা তাকে আটকে দেন। বর্তমানে পুরো এলাকা ছাত্রদলের মিছিলে উত্তাল রয়েছে এবং নেতা-কর্মীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button