বাণিজ্যিক বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকসুর ১০ প্রতিনিধি

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১০ প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় তারা হাইকোর্ট মোড় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হন।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে আসা আন্দোলনকারীরা শিক্ষাভবনের পাশে অবস্থান করছেন।

প্রতিনিধিদলে রয়েছেন- ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দিন খান, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মেসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং সদস্য তাজিনুর রহমান ও মিফতাহুল মারুফ।

মন্ত্রণালয়ে যাওয়ার আগে সাদিক কায়েম বক্তব্যে বলেন, ৭২ ঘণ্টা পার হওয়ার পরও সরকার হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। আর কত সময়ের মধ্যে তারা গ্রেপ্তার করবে?

তিনি বলেন, ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজ সময় বেঁধে দেব। এরপর ফিরে এসে সংবাদ সম্মেলন করে তা জানানো হবে।

এর আগে দুপুর ১টায় ডাকসুর সামনে থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের লক্ষ্যে পদযাত্রা শুরু করেন ছাত্রনেতারা।

মিছিলটি টিএসসি, দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবন মোড়ে পৌঁছায়। মিছিলে ইতোমধ্যে দুবার বাধা দেওয়া হলেও পুলিশ তা আটকাতে পারেনি।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button