
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে রাজধানীর শহীদ মিনারে এক মঞ্চে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত হয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) ৩টা থেকে এই সমাবেশ শুরু হয়। ইনকিলাব মঞ্চ সমাবেশটি আয়োজন করে।
সমাবেশে ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ একাধিক নেতা বক্তব্য দিয়েছেন।
এ ছাড়াও সমাবেশে বিপ্লবী ছাত্রমৈত্রী (SUR) মোঃ আজিজুল, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ড. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, আপ বাংলাদেশের মুখপাত্র আলী আহসান জুনায়েদ, আমাদের দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, উপস্থিত রয়েছেন।
এ ছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ছাত্র অধিকার পরিষদসহ একাধিক ছাত্র সংগঠনের নেতারা এই সমাবেশে উপস্থিত রয়েছেন।







