রাশেদ, ঢাকা | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের আয়োজন করে জাতীয় গণ ফ্রন্ট (জাগফ্রন্ট)।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণ ফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক জননেতা টিপু বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— কৃষক নেতা আবদুশ শুকুর, কৃষক নেতা আবদুল হক, শ্রমিক নেতা তৈমুর খান অপু, শ্রমিক নেতা কামরুজ্জামান ফিরোজ এবং জাতীয় গণ ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য লিটু বিশ্বাস।
বক্তারা বলেন, দেশে নির্বাচন ব্যবস্থা জনগণের সার্বিক মুক্তি নিশ্চিত করতে পারছে না।
তাদের মতে, “কেবলমাত্র আন্দোলন ও সংগ্রামই জনসাধারণের ভাগ্য পরিবর্তনের পথ খুলে দিতে পারে।”
বক্তারা আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদের প্রভাব প্রতিরোধ ও জাতীয় স্বার্থ রক্ষায় একটি প্রকৃত নির্বাচিত সরকার গঠন করা জরুরি।
তাদের বক্তব্যে উঠে আসে— নির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে পারলে নৈরাজ্যিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হবে।
সমাবেশে বক্তারা আমলা–দালাল–লুটেরা পুঁজিবাদী ও সামন্ত অবশেষ, ভারতীয় আধিপত্যবাদ এবং মার্কিন সাম্রাজ্যবাদসহ সব সাম্রাজ্যবাদী শক্তি সর বিরুদ্ধে শ্রমিক শ্রেণির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
তারা বলেন, শ্রমিক–কৃষক–মেহনতি মানুষের ঐক্যের ভিত্তিতে জনগণের গণতান্ত্রিক সরকার, নতুন রাষ্ট্র ও সংবিধান গড়ে তুলতে হবে।
বক্তারা অবিলম্বে গণঅভ্যুত্থানের আন্দোলন ও সংগঠন প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।







