বাণিজ্যিক বিজ্ঞাপন

৭৫ বছর বয়সে বিএ পাস, সংবর্ধনা পেলেন কৃষক সাদেক আলী

গাজীপুর প্রতিনিধি

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

৭৫ বছর বয়সে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) থেকে বিএ পাস করেছেন কৃষক সাদেক আলী প্রমাণিক। এই অনন্য অর্জনের জন্য আজ রোববার বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের মিলনায়তনে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

নাটোরের একটি কলেজের বাউবি কেন্দ্র থেকে বিএ পরীক্ষা দেওয়া সাদেক আলী পেশায় একজন কৃষক। তার ছেলে নাসির উদ্দিন জানান, ১৯৭৪ সালে তিনি এসএসসি ও ১৯৭৬ সালে এইচএসসি পাস করেছিলেন। তবে আর্থিক সংকট ও নানা কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। ২০২০ সালে তিনি বাউবির নাটোরের দিঘাপতিয়া এম কে কলেজে ভর্তি হন।

পরিশেষে, ২০২৪ সালের জানুয়ারিতে এক সড়ক দুর্ঘটনায় তার বাঁ পায়ের দুটি হাড় ভেঙে যায়। প্রায় দুই মাস তিনি ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসা নেন। শেষের কয়েক সেমিস্টারের পরীক্ষা তিনি ক্রাচে ভর দিয়ে দেন। পরীক্ষায় ২ দশমিক ৭৫ সিজিপিএ পেয়ে উত্তীর্ণ হন।

উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “অসুস্থ শরীর, ভাঙা পা, তবু ৭৫ বছর বয়সে বিএ পাসের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষার কোনো বয়স নেই। সাদেক আলী অদম্য যোদ্ধা। এটি কেবল ডিগ্রি অর্জনের গল্প নয়, এটি মানুষের ইচ্ছাশক্তির জয়।”

কৃষক সাদেক আলী প্রামাণিক বলেন, “আমি ছোটবেলায় মা–বাবা হারিয়ে বড় হওয়া থেকে শুরু করে আর্থিক সংকটে উচ্চমাধ্যমিকের পর পড়াশোনা ছাড়তে হয়েছিল। ২০১৬ সালে পবিত্র হজ করার পর ছেলের উৎসাহে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ভালো ফল করি, যা জীবনে নতুন অনুপ্রেরণা দিয়েছে।”

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল হাসনাত মোহা. শামীম প্রমুখ।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button