
নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী যুবদলের উদীয়মান ও প্রভাবশালী তরুণ নেতা আনিসুর রহমান রিপন। আজ (বুধবার) ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েকশ অসহায় ও দুস্থ মানুষের মাঝে তিনি ব্যক্তিগত উদ্যোগে উন্নত মানের কম্বল বিতরণ করেন।
ভয়াবহ শীতে কষ্ট পাওয়া সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এই মানবিক সহায়তার আয়োজন করা হয়। কম্বল বিতরণকালে আনিসুর রহমান রিপন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি। এই তীব্র শীতে আমার এলাকার একটি মানুষও যেন কষ্ট না পায়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও আমার এই জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা রিপনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজপথের লড়াই-সংগ্রামের পাশাপাশি সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে তিনি মেদনী ইউনিয়নের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
উল্লেখ্য যে, এর আগে এক শোক বার্তায় আনিসুর রহমান রিপন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর আদর্শকে বুকে ধারণ করে দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে যুবদলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শেষে তিনি মরহুমা বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।







