বাণিজ্যিক বিজ্ঞাপন

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা–ভাঙচুর, উত্তপ্ত পরিস্থিতি

খুলনা প্রতিনিধি

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

খুলনায় আবারও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার বিকেলে নগরের ডাকবাংলো মোড়ে জাতীয় পার্টির (জাপা) জেলা ও মহানগর কার্যালয়ে ভাঙচুর চালান গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা। শুধু তাই নয়, তারা সড়ক অবরোধ করে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের কুশপুত্তলিকাও দাহ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে ফেরিঘাট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ডাকবাংলো মোড়ে গিয়ে পৌঁছালে হঠাৎ করেই শুরু হয় ভাঙচুর। জাপা কার্যালয়ের গ্রিল খুলে রিকশায় করে নিয়ে যাওয়া হয়। কার্যালয়ের কাগজপত্র এনে রাস্তায় আগুন দেওয়া হয়। এরপর বিক্ষোভকারীরা ফেরিঘাট মোড়ে ফিরে গিয়ে কুশপুত্তলিকা দাহ করেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে উত্তপ্ত এ কর্মসূচি।

গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের সভাপতি নুরুল হক নুরসহ নেতা–কর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাপাসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতেই এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

গণ অধিকার পরিষদের খুলনা জেলা সভাপতি জি এম আজিজুল ইসলাম বলেন, “আমাদের কর্মীরা গাড়ি সরাচ্ছিলেন। এ সময় কিছু লোক আমাদের দল ও নেতাকে নিয়ে বাজে মন্তব্য করে। এতে ক্ষুব্ধ হয়ে আমাদের নেতা–কর্মীরা জাপা অফিসের সাইনবোর্ড খুলে নেন।”

অন্যদিকে জাপার নেতারা দাবি করেছেন, এটি ছিল পরিকল্পিত হামলা। জাপার মহানগরের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন অভিযোগ করে বলেন, “কার্যালয়ের চেয়ার-টেবিল, দরজা–জানালার গ্রিল, সাইনবোর্ড—সবকিছু লুট করে নিয়ে গেছে। প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, “গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল করে জাপা কার্যালয় ভাঙচুর করেছেন। এখন পরিস্থিতি শান্ত আছে। তবে এখনো কেউ অভিযোগ দেয়নি।”

রাজনীতির মাঠে এমন সহিংসতার ঘটনায় শহরের সাধারণ মানুষ ভীত–সন্ত্রস্ত হয়ে পড়েছেন। স্থানীয়দের ভাষায়, “রাজনীতি যেন আবারও অশান্তির দিকে যাচ্ছে।”

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button