
২০২৬ খ্রিস্টাব্দের নতুন বর্ষ উপলক্ষে দেশের শিল্প ও বাণিজ্য খাতে সংশ্লিষ্ট সকল পর্যায়ের ডিলার ও খুচরা বিক্রেতাদের শুভেচ্ছা জানিয়েছেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান ভুঁইয়া। একই সঙ্গে তিনি দেশের সর্বস্তরের মানুষের প্রতিও নববর্ষের আন্তরিক শুভকামনা জানিয়ে গণমাধ্যমে এক বার্তা প্রদান করেছেন।
নববর্ষ উপলক্ষে দেওয়া বার্তায় মিজানুর রহমান বাবু বলেন, নতুন বছর যেন দেশের শিল্পায়ন, উৎপাদন ব্যবস্থা ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। তিনি বলেন, ডিলার ও খুচরা বিক্রেতাদের সঙ্গে পারস্পরিক আস্থা ও অংশীদারিত্বের ভিত্তিতে মেঘনা গ্রুপ আগামীতেও টেকসই ব্যবসা সম্প্রসারণে অগ্রসর হবে। পাশাপাশি তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
একই প্রেক্ষাপটে মেঘনা গ্রুপভুক্ত প্রতিষ্ঠান মেঘনা ইনোভা রাবার কোম্পানি লিমিটেডের সিনিয়র ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান পৃথক এক শুভেচ্ছা বার্তায় বলেন, নতুন বছরকে সামনে রেখে শিল্পখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পণ্যের গুণগত মান বৃদ্ধি এবং গ্রাহকসেবায় আরও বিনিয়োগ বাড়ানো হবে। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ দেশের রাবার ও টায়ার শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, উক্ত নববর্ষ শুভেচ্ছা বার্তাসমূহ মেঘনা গ্রুপ ও মেঘনা ইনোভা রাবার কোম্পানি লিমিটেডের পক্ষে গণমাধ্যমে প্রেরণ করেন মোঃ রুমান হোসেন, ব্যবস্থাপক, মেঘনা ইনোভা রাবার কোম্পানি লিমিটেড।







