বাণিজ্যিক বিজ্ঞাপন

সুনামগঞ্জে পুলিশের ‘ডেভিল ফেইস-২’ অভিযান: আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

‎একে মিলন: সুনামগঞ্জ

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

সুনামগঞ্জ জেলা শহরে পুলিশের বিশেষ চিরুনি অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে ‘ডেভিল ফেইস-২’ নামক এই বিশেষ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখের সরাসরি নির্দেশনায় এসআই জহির হোসেন ও এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—

১. সুব্রত তালুকদার জুয়েল (৩০): তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং জেলা উপ-জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি শহরের পূর্ব নতুন পাড়া এলাকার বিধান তালুকদারের ছেলে।

২. সৈকতুল ইসলাম শওকত (৪০): তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদের জেলা শাখার সাবেক আহ্বায়ক। তিনি শহরের ষোলঘর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

সদর থানার ওসি মো. রতন শেখ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ‘ডেভিল ফেইস-২’ অভিযানটি পরিচালিত হচ্ছে। গ্রেফতারকৃতরা রাজনৈতিক গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button