বাণিজ্যিক বিজ্ঞাপন

এজাহারের ৭২ ঘণ্টা পেরোলেও পুলিশের নীরবতা

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

কাপ্তান বাজারের রাত্রিকালীন পোলট্রি মার্কেট অচল, ক্ষতিগ্রস্ত ইজারাদার ও রাজস্ব; খুচরা বাজারে মুরগির সংকট

স্টাফ করেসপন্ডেন্ট:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন কাপ্তান বাজারের রাত্রিকালীন পাইকারি পোলট্রি মার্কেটে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির ঘটনায় দায়ের করা এজাহারের ৭২ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ইজারাদার, সরকার ও সাধারণ ভোক্তা—তিন পক্ষই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নবনিযুক্ত ইজারাদার প্রতিষ্ঠান ঢাকা প্যাসিফিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাখাওয়াত হোসেন ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে ওয়ারী থানায় একটি এজাহার দায়ের করেন, যা মামলা নম্বর–১৪৭২ হিসেবে নথিভুক্ত হয়। এজাহারে সশস্ত্র হামলা, চাঁদাবাজি, লুটপাট, হত্যাচেষ্টা ও অবৈধ দখলের মতো একাধিক গুরুতর অভিযোগ থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার, অভিযান পরিচালনা কিংবা দৃশ্যমান তদন্ত কার্যক্রম শুরু হয়নি।

পুলিশি নিষ্ক্রিয়তার কারণে কাপ্তান বাজারে নিরাপত্তাহীনতা চরম আকার ধারণ করেছে, ফলে ইজারাদার প্রতিষ্ঠানটি নিয়মিত ইজারা আদায় কার্যক্রম চালাতে পারছে না। এতে করে ঢাকা প্যাসিফিক লিমিটেড সরাসরি আর্থিক ক্ষতির মুখে পড়ছে। একই সঙ্গে ইজারা বাবদ সরকার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব আদায়ও কার্যত বন্ধ হয়ে গেছে, যা রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এই সংকটের প্রভাব শুধু প্রশাসনিক বা আর্থিক পর্যায়ে সীমাবদ্ধ নেই। কাপ্তান বাজারের রাত্রিকালীন পাইকারি কার্যক্রম প্রায় বন্ধ থাকায় রাজধানীর পোলট্রি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে। পাইকারি পর্যায়ে সরবরাহ বন্ধ থাকায় ঢাকার বিভিন্ন খুচরা বাজারে মুরগির সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

খুচরা ব্যবসায়ীরা জানান, কাপ্তান বাজার থেকে নিয়মিতভাবে মুরগি সংগ্রহ করতে না পারায় বাজারে সরবরাহ কমে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে দামে। সরবরাহ সংকটের কারণে মুরগির দাম বৃদ্ধি পেয়েছে, যার চাপ শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ওপর গিয়ে পড়ছে।

ঢাকা প্যাসিফিক লিমিটেডের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এজাহার দায়েরের পরও বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন বা স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে অভিযুক্ত চক্রটি এখনও এলাকায় প্রভাব বজায় রেখে ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত আইনানুগ ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

এ বিষয়ে ওয়ারী থানার দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট মন্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ সূত্র জানিয়েছে, বিষয়টি “পর্যালোচনাধীন” রয়েছে।

আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের মতে, গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা এজাহারে দীর্ঘ সময় ধরে কার্যকর পদক্ষেপ না থাকা শুধু ইজারাদার নয়, বরং সরকারি রাজস্ব, বাজার ব্যবস্থাপনা ও সাধারণ মানুষের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, অবৈধ দখল উচ্ছেদ এবং কাপ্তান বাজারের রাত্রিকালীন কার্যক্রম স্বাভাবিক করতে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button