বাণিজ্যিক বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে ভাতিজার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

লক্ষ্মীপুর প্রতিনিধি ;
লক্ষ্মীপুরে সুপারি গাছ কাটায় দুই ভাতিজার বিরুদ্ধে তার চাচি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ভাতিজা মো. মাছুম ও জহিরুর রহমান তার চাচি রোকছানা রহমানকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে ছোট ছেলে স্কুলছাত্র আতিকুর রহমান জিয়ান নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ রোকছানার।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে আতঙ্কে থাকার বিষয়টি রোকছানা সাংবাদিকদের জানিয়েছেন। এ ঘটনায় তিনি প্রশাসনের সহযোগীতা চেয়েছেন।

ভুক্তভোগী রোকছানা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামের দারোগা বাড়ির মৃত খলিলুর রহমানের স্ত্রী। অভিযুক্ত মাছুম একই বাড়ির মনিরুর রহমানের ছেলে ও জহির ওই বাড়ির আমিনুর রহমানের ছেলে। রোকছানা অভিযুক্তদের আপন চাচি।

অভিযোগ সূত্রে জানা যায়, মাছুম ও জহিরদের সঙ্গে রোকছানাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। প্রায় তিন মাস আগে তার স্বামী খলিল মারা যান। এরপর থেকে অভিযুক্তরা তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। এর জের ধরে ১৩ অক্টোবর সকালে অভিযুক্তরা রোকছানার জমির ৪টি বড় সুপারি গাছ কেটে ফেলে। গাছ কাটার সময় দিলে তারা তাকে মারার জন্য তেড়ে আসে। একপর্যায়ে তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে আত্মরক্ষা করেন।

রোকছানা বলেন, ছোট ছেলেকে নিয়ে ঘরে আমি একা থাকি। থানায় অভিযোগ দেওয়ায় মাছুম ও জহির বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এতে খুব ভয়ে আছি।

মাছুম বলেন, আমরা চাচিদের গাছ কেটেছি। উনিও আমাদের গাছ কেটেছে। ঘটনাটি আমাদের পারিবারিক বিষয়। এটি আমরাই মীমাংসা করবো।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, অভিযোগ দেওয়ার পর ওই নারী আর যোগাযোগ করেননি। তার মোবাইল ফোনে কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button