
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে এবং এককভাবে সরকার ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকবে না। তিনি আরও বলেন, এই পদ্ধতিতে ফ্যাসিস্ট চরিত্র, গুন্ডা-গোষ্ঠী, কালোটাকার দৌরাত্ম্য বা পেশিশক্তির প্রভাব তৈরি হয় না। নির্বাচনের সেন্টার দখলের সুযোগও সীমিত হয়।
আজ রোববার বিকেলে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার আয়োজন করা এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাইর পীর এসব কথা বলেন।
তিনি সমাবেশে আরও বলেন, ‘৩৫ থেকে ৪০ শতাংশ ভোট পাওয়া মাত্রই কেউ দেশ পরিচালনা করতে শুরু করেন। এককভাবে ক্ষমতায় গিয়ে সংবিধানকে ইচ্ছেমতো ব্যবহার করেন। এটা কি মামা বাড়ির রান্নাঘরের খেলা? ৪০ শতাংশ ভোট পাওয়া মানুষ দেশ চালাতে পারবে, কিন্তু বাকিদের ভোটের মূল্য নাই?’
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের ফসল ঘরে তুলতে হবে। তৎপরতা বাড়াতে না পারলে আগাছা আবার জন্মাবে। দেশের টাকা বিদেশে পাচার বা পিলখানায় চৌকস অফিসারদের হত্যার ইতিহাস আর দেখার অধিকার আমরা কারো হাতে দিতে পারি না। প্রয়োজনে বাংলাদেশকে স্বাধীন করার জন্য মানুষ আবার রাজপথে নামবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের জামালপুর জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, সদস্য সৈয়দ ইউনুছ আহাম্মদ প্রমুখ।







