বাণিজ্যিক বিজ্ঞাপন

বাণিজ্যবিষয়ক দর–কষাকষিতে সক্ষমতা বাড়াতে হবে: শেখ বশিরউদ্দীন

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

‘বাণিজ্যবিষয়ক দর–কষাকষিতে আমাদের হাতে যথেষ্ট কৌশলগত সুবিধা নেই। দেশে তৈরি পণ্যের কাঁচামাল বেশির ভাগই আমদানি করতে হয়, ফলে বৈচিত্র্যময় রপ্তানি সীমিত,’ মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাণিজ্যবিষয়ক দর–কষাকষিতে জাতীয় সক্ষমতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের এই সময়ে বাণিজ্য আলোচনায় সক্ষমতা অর্জন অত্যন্ত জরুরি। এতে দেশের জন্য অনুকূল বাণিজ্যচুক্তি নিশ্চিত করা সম্ভব হবে এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়তা করবে।’

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, ‘বাণিজ্যবিষয়ক দর–কষাকষিতে বিদেশিদের সঙ্গে সমস্যা নেই; মূল সমস্যা সরকারি কর্মকর্তাদের মধ্যে তথ্যভিত্তিক আলোচনা ও সমন্বয় ঘাটতি। অনেক সময় চিঠি পাঠালে মাসের পর মাস অপেক্ষা করতে হয়, ফলে সামষ্টিক সক্ষমতা কমে যায়।’

সভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউএনডিপি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি স্টেফান লিলার এবং রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button