বাণিজ্যিক বিজ্ঞাপন

তিনি অমর হয়ে আছেন কোটি ভক্তের হৃদয়ে: দীঘি

সময় যেন থমকে গিয়েছিল সেই ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

ঢালিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে এখনো তাকে সহজে আলাদা করা যায়। যার অভিনয় ও স্টাইলে এখনও মুগ্ধ বর্তমান প্রজন্মের দর্শকেরা। ক্যারিয়ারের সময়সীমা মাত্র চার বছর, আর তাতেই হয়েছিলেন খ্যাতিমান। বলছি ঢাকাই সিনেমার ক্ষনজন্মা নক্ষত্র সালমান শাহের কথা।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে বিস্মিত করে না ফেরার দেশে চলে যান নায়ক সালমান শাহ। মৃত্যুর এত বছর পরও দর্শক হৃদয়ে আজও বেঁচে আছেন ঢালিউডের হার্টথ্রব নায়ক সালমান শাহ।

প্রিয় এই তাকরকার প্রয়াণ দিবসে তাকে নিয়ে অনেকেই নানা স্মৃতিচারণ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার অনেকেই তাকে নিয়ে কাজ করতে না পারার আক্ষেপ প্রকাশ করছেন। আবার অনেকেই তার অভিনয়, স্টাইল নিয়ে কথা বলছেন। সেই কাতারে আছেন নায়িকা দীঘি।

দীঘি তার ফেসবুক পেইজে অমর নায়ক সালমান শাহকে নিয়ে লেখেন, সময় যেন থমকে গিয়েছিল সেই ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর। মাত্র কিছু বছরের চলচ্চিত্রজীবন, অথচ তার প্রতিটি চরিত্র, প্রতিটি সংলাপ আজও মানুষের মনে গেঁথে আছে। তিনি ছিলেন শুধুই একজন অভিনেতা নন, তিনি ছিলেন এক আবেগ, এক ভালোবাসা, এক প্রজন্মের স্বপ্নদ্রষ্টা। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তুমি আমার’—প্রতিটি ছবিতে তিনি যেন নিজের হৃদয় ঢেলে দিয়েছিলেন। সালমান শাহ নেই, কিন্তু তার কাজ, তার স্মৃতি, তার হাসিমাখা সেই মুখ—সবকিছু আজও আমাদের মাঝে বেঁচে আছে। মৃত্যুর পরও তিনি অমর হয়ে আছেন কোটি ভক্তের হৃদয়ে।

৯০ দশকের গোড়ার দিকে একের পর এক ব্যবসাসফল ছবি দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। প্রায় চার বছরের অভিনয় জীবনে ২৭টি সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। এরমধ্যে উল্লেখ্যযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেমযুদ্ধ’, ‘এই ঘর এই সংসার’, ‘জীবন সংসার’, ‘অশ্রু দিয়ে লেখা’। সালমান শাহ-শাবনূর সিনেমাপ্রেমীদের কাছে সবচেয়ে জনপ্রিয় জুটি। শাবনূর ছাড়াও সালমান শাহ স্ক্রিন শেয়ার করেছেন মৌসুমী, শাবনাজ, রোজিনার মতো জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button