বাণিজ্যিক বিজ্ঞাপন

তেলবাহী জাহাজ কিনতে মবিল যমুনাকে ১,১৭০ কোটি টাকা ঋণ দিল ব্র্যাক ব্যাংক

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

বাংলাদেশের শিপিং খাতে নতুন এক মাইলফলক রচনা করল ব্র্যাক ব্যাংক। সমুদ্রগামী দুটি ‘আফ্রাম্যাক্স’ শ্রেণির তেলবাহী জাহাজ কিনতে এমজেএল বাংলাদেশ বা মবিল যমুনাকে ৯৫ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১ হাজার ১৭০ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংকটি। দেশের ইতিহাসে কোনো বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে শিপিং ও পেট্রোলিয়াম অবকাঠামো খাতে এটি সর্ববৃহৎ বৈদেশিক মুদ্রার একক ঋণ।

এই চুক্তির অংশ হিসেবে এমজেএল বাংলাদেশ ইতিমধ্যেই বহরে যুক্ত করেছে আধুনিক তেলবাহী জাহাজ ‘এমটি ওমেরা গ্যালাক্সি’। প্রায় ১ লাখ ১৬ হাজার ডেডওয়েট টন ধারণক্ষমতার এ জাহাজ এখন পর্যন্ত বাংলাদেশি পতাকাবাহী সবচেয়ে বড় সমুদ্রগামী ট্যাংকার। আরও একটি জাহাজ ‘এমটি ওমেরা লিবার্টি’ নির্মাণাধীন রয়েছে, যা শিগগিরই বহরে যুক্ত হবে। এমজেএল বাংলাদেশ দেশের ভেতরে ও বাইরে পেট্রোলিয়াম কোম্পানিগুলোকে সমুদ্রপথে জ্বালানি পরিবহনের সেবা দিয়ে আসছে।

গত ২ সেপ্টেম্বর ঢাকার মবিল হাউসে আয়োজিত অনুষ্ঠানে এই অর্থায়ন চুক্তিতে সই করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারেক রেফাত উল্লাহ খান এবং এমজেএল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মুকুল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, এমজেএল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী, পরিচালক তানজিল চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

চুক্তি সই শেষে ব্র্যাক ব্যাংকের এমডি তারেক রেফাত উল্লাহ খান বলেন,
“এটি শুধু একটি আর্থিক চুক্তি নয়, বরং বাংলাদেশের শিপিং শিল্পের জন্য একটি মাইলফলক। দেশের সর্ববৃহৎ পতাকাবাহী জাহাজে অর্থায়নের মাধ্যমে আমরা দেখাতে চাইছি, বড় আকারের আন্তর্জাতিক মানের অর্থায়ন প্রকল্পে ব্র্যাক ব্যাংক কতটা সক্ষম। এই উদ্যোগ সামুদ্রিক লজিস্টিককে শক্তিশালী করবে, বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াবে এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেবে।”

অর্থনীতিবিদরা মনে করছেন, এই বিনিয়োগ বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্য খাতে এক যুগান্তকারী পরিবর্তন আনবে। বড় আকারের তেলবাহী জাহাজ থাকলে শুধু আমদানি নয়, রপ্তানি খাতেও খরচ সাশ্রয় হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button