
লন্ডনে পালিয়ে থাকা সাবেক সাংসদ রণজিত চন্দ্র সরকারের ঘনিষ্ঠ সহযোগী রতন মিয়াকে রাজধানীর শাহআলী থানা পুলিশ গ্রেফতার করেছে। গত বুধবার রাত পৌনে ১১টার দিকে সংক্ষুব্ধ জনতার রোষ থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গ্রেফতার রতন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ননাই গ্রামের তাহের মিয়ার ছেলে। ডিএমপির শাহআলী থানার ওসি মোহাম্মদ গোলাম আজম জানিয়েছেন, স্থানীয়রা রতনকে আটক করে থানায় সোপর্দ করলে পরবর্তী ব্যবস্থা হিসেবে সুনামগঞ্জ সদর মডেল থানায় স্থানান্তর করা হচ্ছে।
রতন মিয়া সাবেক এমপি রণজিত সরকারের ঘনিষ্ঠ সহকর্মী এবং সুনামগঞ্জের জাদুকাটা নদীর বালি মহাল-১ ও ২ ইজারার সঙ্গে জড়িত। এ ইজারা সিন্ডিকেটে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় এমপি, মেয়র, ঠিকাদার এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা যুক্ত ছিলেন। অভিযোগ অনুসারে, সরকারের রাজস্ব, ভ্যাট ও আয়কর ফাঁকি দিয়ে রতন-মুজিবুরের নামে ইজারা বাগানো হয়েছিল, যা সরকারের প্রায় ৪৫ কোটি টাকা ক্ষতির কারণ হয়।
দুদকের তদন্তে জানা গেছে, ইজারা প্রক্রিয়ার সময় কৌশলে দরপত্র নির্ধারণ করা হয়েছিল এবং রতন মিয়াকে সর্বোচ্চ দরদাতা হিসেবে মনোনীত করা হয়।







