বাণিজ্যিক বিজ্ঞাপন

কমলনগরে প্রথমবারের মতো ঈদের জামাত শুরু করলো উপজেলা প্রশাসন।

উপজেলা পরিষদ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে প্রথমবারের মতো প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত বিশাল এই ঈদের জামাতে ইমামতি করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম হাফেজ মোহাম্মদ মানসুর।

জামায়াতে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামানের উপস্তিতিতে আরো অংশগ্রহণ করেন সহকারি পুলিশ সুপার (রামগতি সার্কেল) রকিবুল হাসান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম, বিএনপির আহবায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, কমলনগর প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রেদোয়ান উল্লাহ খানসহ সরকারের বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি, অগ্রগতি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত এবং ফিলিস্তিনি মুসলমানদের রক্ষার জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাতুজ জামান উপস্থিত সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button