
কমলনগর (লক্ষ্মীপুর) : বাংলাদেশ স্কাউটস কমলনগর উপজেলার ত্রি বার্ষিক নির্বাচনে কমিশনার পদে মো.শরীফ উদ্দিন, সম্পাদক পদে আজিজুল হক ও কোষাধ্যক্ষ পদে আবু ছায়েদ চৌধুরী বিজয়ী হয়েছেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটে কমিশনার, সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ২০৫জন ভোটারের মধ্যে ২০০ ভোট কাস্ট হয়। ভোটের প্রাপ্ত ফলাফলে কমিশনার পদে শরীফ উদ্দিন পেয়েচেন ১৩২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ মাকছুদুর রহমান পেয়ছেন ৬৭ভোট। সম্পাদক পদে আজিজুল হক পেয়েছেন ১০৪ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো.ইয়াছিন পেয়েছেন ৯২ ভোট। এছাড়াও কোষাধ্যক্ষ পদে আবু সায়েদ চৌধুরী পেয়েছেন ১২৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুন হোসেন ৭৩ ভোট পেয়ে পরাজিত হন।
ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি সহসভাপতি পদে হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসেন, চরফলকন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাকের, চরজাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মো ফারুক ও চরলরেন্স উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.বেলাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। স্কাউটে পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হলেন সভাপতি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হলেন সদস্য সচিব।







