
জনপ্রিয় অভিনেতা শাহেদ আলী সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তাঁর মতে, ফেসবুক বা টিকটকে ভিডিও বানিয়ে অর্থ উপার্জন করা আর ভিক্ষা করে টাকা কামানোর মধ্যে কোনো পার্থক্য নেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাণের বাড়তি প্রবণতা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে শাহেদ আলী বলেন, “অভিনয়শিল্পীর কাজ হলো চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করা, সোশ্যাল মিডিয়ায় ‘লাইভ’ বা ‘রিলস’ বানিয়ে টাকা কামানো নয়।”
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন চলচ্চিত্র ‘ফেরেশতে’। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সম্প্রতি আরও একটি নতুন সিনেমায় অভিনয় শেষ করেছেন তিনি। তবে বিস্তারিত তথ্য প্রকাশে এখনই আগ্রহী নন, কারণ প্রযোজনা সংস্থা শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
মঞ্চনাটক থেকে বড় পর্দায় নিজের জায়গা করে নেওয়া এই অভিনেতা সর্বশেষ অভিনয় করেছেন প্রাচ্যনাটের জনপ্রিয় নাটক ‘আগুনযাত্রা’-তে।
শিল্পচর্চা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে গিয়ে শাহেদ আলী বলেন, “শিল্প ও শিল্পীর মর্যাদা তখনই টিকে থাকবে, যখন আমরা টাকার লোভে নয়, শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করব।”
তাঁর মতে, শিল্প মানে শুধু অর্থ নয়—এটি এক ধরনের দায়িত্ব, ভালোবাসা ও ত্যাগের জায়গা, যা সোশ্যাল মিডিয়ার সহজ জনপ্রিয়তার চেয়ে অনেক গভীর।







