বাণিজ্যিক বিজ্ঞাপন

সালমান শাহর মৃত্যুর রহস্য: সামিরার সাক্ষাৎকারে নিজের বক্তব্য প্রকাশ

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

নব্বইয়ের দশকের ঢালিউড তারকা সালমান শাহ ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। স্বাভাবিক অভিনয়, সহজাত সংলাপ বলার ভঙ্গি এবং রোমান্টিক আবেগ ফুটিয়ে তোলার ক্ষমতার কারণে তিনি তরুণ প্রজন্মের আইডল হয়ে ওঠেন।

কিন্তু হঠাৎ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে সালমান শাহের মৃত্যু সমস্ত ভক্ত ও চলচ্চিত্র প্রেমীদের স্তব্ধ করে দেয়। সেদিন ঢাকার ইস্কাটনে তাঁর বাসা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী মৃত্যুর ঘটনায় মামলা করেন। তদন্তের দায়িত্ব বিভিন্ন সময়ে সিআইডি ও পিবিআই–কে দেওয়া হয়, কিন্তু ২৯ বছরেও মৃত্যুর রহস্য সমাধান হয়নি।

সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন, সালমান শাহ আত্মহত্যা করেছেন। সামিরা জানিয়েছেন, তার মৃত্যুর আগে তিনবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, ‘ইমন (সালমান শাহ) মেন্টালি সুইসাইডাল বাই নেচার। এর আগে তিনবার সুইসাইডের চেষ্টা করেছে। মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ডে দুবার, আরেক হাসপাতালে একবার।’

অন্যদিকে সালমান শাহর মা নীলা চৌধুরী বরাবরই বলেছেন, তার ছেলে পরিকল্পিতভাবে খুন হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, সালমানের মৃত্যুর সময় সামিরার আচরণ ও শাবনূরের কর্মকাণ্ড রহস্যজনক ছিল। নীলা চৌধুরী বলেন, ‘সামিরা আমার ছেলেকে সবচেয়ে বেশি টর্চার করেছে। ইমন মারা যাওয়ার পর সামিরার সঙ্গে শাবনূরের সম্পর্ক আরও দৃঢ় হয়।’

সালমান শাহর মৃত্যুর রহস্য এখনও অনিশ্চিত থাকায় সমর্থক ও চলচ্চিত্র প্রেমীদের মনে প্রশ্ন থেকে যাচ্ছে—আত্মহত্যা নাকি হত্যা? সামিরা ও নীলা চৌধুরীর বিবাদ এই রহস্যকে আরও জটিল করেছে।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button