বাণিজ্যিক বিজ্ঞাপন

সেকাল–একালের শাকিব খান, ১১ বছরের গল্প বললেন

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

বাংলাদেশি সিনেমার সুপারস্টার শাকিব খান এবার ভক্তদের সামনে হাজির হয়েছেন এক অন্যরকম রূপে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ‘দ্যান অ্যান্ড নাউ’ ট্রেন্ডে অংশ নিয়ে নিজের ১১ বছরের পরিবর্তনের গল্প শেয়ার করেছেন তিনি।

বুধবার (আজ) ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে শাকিব প্রকাশ করেছেন দুটি ছবি—একটি ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘লাভ আজকাল’ সিনেমার, অন্যটি বর্তমান সময়ের। ক্যাপশনে তিনি লিখেছেন, “গত ১১ বছরে শেখা, উত্থান-পতন—প্রতিটি অধ্যায় আমাকে আরও শক্তিশালী করেছে।”

শুধু ছবি নয়, শাকিব খান নিজের চলচ্চিত্র জীবনের দীর্ঘ পথচলার অভিজ্ঞতাও অল্প কথায় তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, প্রতিটি ভুল তাকে শিখিয়েছে, প্রতিটি ব্যর্থতা তাকে আরও দৃঢ় করেছে। শাকিব লিখেছেন, “হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি।”

বাংলাদেশি সিনেমার পাঁচ দশকের ইতিহাসে কিছু নাম আছে যাঁরা হয়ে উঠেছেন অপরিহার্য—তাদের মধ্যেই একটি নাম শাকিব খান। দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। এই দীর্ঘ যাত্রায় তিনি একদিকে পেয়েছেন কোটি ভক্তের ভালোবাসা, অন্যদিকে লড়েছেন সমালোচনা, চ্যালেঞ্জ আর প্রতিকূলতার সঙ্গে।

করোনা–পরবর্তী সময়ে শাকিব খানের ক্যারিয়ার যেন নতুন মাত্রা পেয়েছে। বদলে গেছে তাঁর দৃষ্টিভঙ্গি, দর্শকের সঙ্গে যোগাযোগের ধরন। এর সেরা উদাহরণ ২০২৩ সালের আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত ছবিটি শাকিব খানের জনপ্রিয়তাকে শুধু একক প্রেক্ষাগৃহে নয়, সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সেও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়। এমনকি দেশের বাইরে প্রবাসী দর্শকের কাছেও ছবিটির সাফল্য ছিল বিস্ময়কর।

শুধু ‘প্রিয়তমা’ নয়, পরবর্তী সময়ে তাঁর ‘রাজকুমার’, ‘তুফান’, ‘বরবাদ’ একের পর এক সিনেমা দেশ ও দেশের বাইরে আলোচনায় এসেছে, যা বাংলা সিনেমাকে বৈশ্বিক অঙ্গনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এক পোস্টের মাধ্যমে তাই যেন নিজের সাফল্যের রহস্য খোলাসা করলেন শাকিব খান—অবিরাম লড়াই, না হার মানার সাহস আর সময়কে জয় করার মানসিকতা। তিনি লিখেছেন, “এই পথচলায় আমি নিজেকে খুঁজে পেয়েছি। আর সেই গল্পটা এখনো চলছে…প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমি।”

এদিকে, খুব শিগগিরই শাকিব খানের হাতে শুরু হতে যাচ্ছে নতুন ছবি ‘সোলজার’-এর শুটিং। সাকিব ফাহাদ পরিচালিত ছবিটি ঈদের বাইরে মুক্তি পাবে। এরপর শুরু হবে আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স’ ছবির শুটিং, যা আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভক্তদের জন্য তাই আবারও অপেক্ষা-সেকালের শাকিব আর একালের শাকিবকে নতুন রূপে দেখার।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button